নতুন লুকে ধরা দিল ‘জ্যাশ ওরফে অঙ্কিতা’

Read Time:2 Minute

24 Hrs Tv ওয়েব ডেস্ক : কোয়েল বনিক : বর্তমান সময়ে বহু চর্চিত একটি ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা, এবং স্বয়ংভু’র ওরফে ‘সৌম্যদ্বীপ মুখার্জি’। কখনও তাঁর হাতে দেখা যায় বন্ধুক, আবার কখনও অ্য়াকশান দৃশে্য়। তবে এবার তাকে দেখা গেলো নতুন লুকে। গায়ে লাল শাড়ি, খোলা চুল, কপালে টিপ, গা ভর্তি গয়না, পুরোপুরি বাঙালি লুকে ধরা দেন তিনি। অভিনেত্রী ছবি পোস্ট করতেই মুহূর্তের মধ্য-এ নজর কারে জগদ্ধাত্রী প্রেমীদের কাছে।

জগদ্ধাত্রী সিরিয়াল একটি রোমাঞ্চকর বিনোদোন মূলক ধারাবাহিক। এটি ২০২২ সালে, ২৯ আগস্ট সম্প্রচারিত হয়। বিনোদন মূলক চ্যানেল ‘জি বাংলা’য় দেখা যায় প্রতিদিন। ডিজিটাল প্লাটফর্ম ‘জি ফাইভ’-এ দেখা যাবে। প্রায় বেশিরভাগ দিন’ই টিআরপি তালিকার প্রথমে থাকে এই ধারাবাহিক। সিরিয়ালে কখনও জ্যাশ আবারও কখনও লক্ষ্মী মন্ত্র বৌ রূপে ধরা দেয় অভিনেত্রী। তবে দুটি চরিত্র’ই খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন দর্শকদের কাছে। এই ধারাবাহিক’টি প্রযোজনা করেছেন, ব্লুজ প্রোডাকশানের স্নেহাশীষ চক্রবর্তী। একদিকে যেমন রহস্য উদঘাটনে মজা পায় দর্শক,অপরদিকে ‘জগদ্ধাত্রী এবং স্বয়ংভু’-র প্রেমেও মজা পায় দর্শকেরা। ‘জি বাংলা’ চ্যানেলে দুর্গা পুজো’র,মহালয়ার অনুষ্ঠানে তাকে দেখা গিয়েছিল মহিষাসুরমদ্দিনী ভূমিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *