
‘নওশাদ নিয়ে পাসিদ্দিকী বাচ্চা ছেলে’ দলবদল পাল্টা জবাব দিলেন মন্ত্রী জাভেদ খান
24Hrs Tv ওয়েব ডেস্ক : বাইরন বিশ্বাসের দল বদল নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। মানুষের বিশ্বাস ভেঙেছেন তিনি এমনটাই দাবী করেছে বিরোধী দল। যখন রাজনীতির পারদ এতই উত্তাল ঠিক সেই সময়ে নজর থাকে ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকীর উপর। তিনিও তো বাম সমর্থিত আইএসএফ বিধায়ক। তিনিও কি দলবদলের তালিকায় নাম লেখাবেন? তিনিও কি ভাবছেন রাজনীতির অন্য আঙিনায় পা রাখতে? তখন ঠিক সেই মুহূর্তে সত্যের অনুসন্ধানে আমাদের প্রতিনিধি পৌঁছে যায় নওশাদ সিদ্দিকীর কাছে। তিনি জানান, মানুষের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবেন না তিনি।
তা নিয়ে পাল্টা জবাব দিলেন মন্ত্রী জাভেদ খান। 24Hrs Tv এক্সক্লুসিভ ইন্টারভিউের মাধ্যমে এর মাধ্যমে জানিয়েছেন যে ” আমরা বিজেপি পার্টি নই, টাকা দিয়ে মানুষ কিনি না, দাঙ্গা লাগায় না, উনি সঠিক বুঝেছেন তাই তৃণমুলে এসছেন। নাওশাদ সিদ্দিকি বাচ্চা ছেলে। এতদিন যদি টাকার ব্যপার হত তাহলে অনেক আগেই কিনে নিতে পারতাম।”
শুধু তাই নয় তিনি দিনহাটার খুন নিয়ে গেরুয়া শিবিরের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন যে, এর জন্য আইন আছে। আইন আইনের পথে চলবে। তিনি এই অভিযোগকে গুরুত্ব দিতে চান না তাও বুঝিয়ে দিলেন তাঁর বক্তব্যের মাধ্যমে। সর্বোপরি তিনি তৃণমূল কংগ্রেসের অবস্থান স্পষ্ট করলেন।