
‘সকলের আশীর্বাদ কাম্য’ সুখবর শোনালেন জিৎ
24Hrs Tv ওয়েব ডেস্ক : ২০১১ সালের ফেব্রুয়ারিতে স্কুল শিক্ষিকা মোহনাকে বিয়ে করেন জিৎ। ২০১২ সালের ১২ ডিসেম্বর জিৎ-মোহনার ঘর আলো করে জন্ম নেয় কন্যা। মেয়ে হওয়ার ১১ বছর পর নতুন সদস্য আসতে চলেছে। এমনই আনন্দ মূহুর্ত পোস্ট করে আবেগে ভাসলেন টলিউডের জনপ্রিয় চিত্রনায়ক জিৎ। সামাজিকমাধ্যমে পরিবারের নতুন অতিথি আসার সুখবর জানালেন নায়ক। বিশেষ ফোটোশুটের ছবি পোস্ট করে নায়ক লেখেন, ”খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, পরিবারের সদস্য বাড়তে চলেছে। আসতে চলেছে আমাদের দ্বিতীয় সন্তান। সকলের আশীর্বাদ কাম্য।”মেয়ে হওয়ার ১১ বছর পর নতুন সদস্য আসতে চলেছে। কয়েক মাস আগে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং পরিচালক রাজ চক্রবর্তী ঘোষণা করেছিলেন, এইবার সুখবর শোনালেন নায়ক।
সুখবর পেয়ে শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে নায়কের মন্তব্য বাক্স। সকলের মুখের খুশির ছোঁয়া। আকাশি ও সাদা রঙের মিশেলে তারা পোশাক বেছে নিয়েছেন। ছবি পোস্ট করে জিৎ তার দ্বিতীয় সন্তান আগমনের খবর জানাতে ভোলেননি তিনি। নুসরত জাহান থেকে অঙ্কুশ হাজরা লাভ ইমোজি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের সেলেব দম্পতিরা।