হাইকোর্টে জিতেন্দ্র পত্নী চৈতালি !

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : এবার কম্বল বিতরণ কাণ্ডকে কেন্দ্র করে হাইকোর্ট পৌছালাও জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি । তিনি পুলিশের ভূমিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছেন । মামলার জেরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে যায় । যদিও আগামীকাল হাইকোর্টে এই মামলার শুনানি ।

সূত্রের খবর , আসানসোলে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু মামলায় জেরে জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে পুলিশ হাজির হয়। কিন্তু তাঁর বাড়ি ছিল তালাবন্ধ । প্রায় এক ঘণ্টা অপেক্ষা করে পুলিশকে ফিরতে হয় । সূত্রের খবর , বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালির বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। জিতেন্দ্র পত্নী চৈতালিকেও ইতিমধ্যেই তলব করা হয়েছে।

আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সস্ত্রীক জিতেন্দ্র তিওয়ারি-সহ ১০জনের বিরুদ্ধে পুলিশের এফআইআর। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করল আসানসোল উত্তর থানার পুলিশ। অনুষ্ঠানের উদ্য়োক্তা ছিলেন আসানসোল পুরসভার বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি। সভায় উপস্থিত ছিলেন চৈতালির স্বামী, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিও। অভিযোগ উঠেছে , উদ্যোক্তাদের তরফ থেকে ব্যবস্থাপনায় গাফিলতি ছিল । এর ফলে পুলিশের ভূমিকাকে ‘চ্যালেঞ্জ’ করে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে জিতেন্দ্র পত্নী চৈতালি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *