‘হকের চাকরি’-র দাবিতে পথেই রাত কাটছে চাকরিপ্রার্থীদের

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : হকের চাকরির দাবিতে শীতকেও হার মানতে হচ্ছে । চাকরিপ্রার্থীরা শীত উপেক্ষা করে ‘হকের চাকরি’-র দাবিতে পথেই রাত কাটাচ্ছে । দক্ষিণ ২৪ পরগনার ২০০৯-এর প্রাথমিকের চাকরিপ্রার্থীদের অনশন চারদিনে পড়ল। যদিও অবস্থানের ২০ দিন চলছে। বালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সংসদের জেলা অফিসের সামনে চাকরিপ্রার্থীরা অনশন মঞ্চে মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে হাইকোর্টের নির্দেশ মেনে অবিলম্বে নিয়োগের দাবি জানিয়েছেন ।

উল্লেখ্য , অনশনকারীদের দাবি , ১৩ বছর ধরে টানাপোড়েনের পর গত ১০ নভেম্বর , হাইকোর্ট ১৪ দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয়। আদালতের নির্দেশের পর প্যানেল প্রকাশ করা হয় । কিন্তু একমাস কেটে গেলেও তাদের নিয়োগ হয়নি। সূত্রের খবর, চাকরিপ্রার্থীরা জানিয়েছেন , সরকার হাইকোর্টের নির্দেশ মেনে তাঁদের নিয়োগপত্র দিক, এটুকুই দাবি। উল্লেখ্য, ১৯ তারিখ ‘মহাজোট’-এ নামে আন্দোলনকারী চাকরিপ্রার্থীর দল। ইতিমধ্যেই এক আন্দোলনকারী চাকরিপ্রার্থী বলেছেন, ‘রাজনীতিতে যদি মহাজোট হতে পারে, তাহলে যারা চাকরি পাচ্ছে না, তাদের কেন মহাজোট হবে না ? দেখিয়ে দেব বঞ্চিতদের কতটা শক্তি। সাদা খাতা দিয়ে কীভাবে চাকরি, টাকার বিনিময়ে ? একজোট হয়ে পথে নামতে চলেছেন চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের ৯টি মঞ্চ। তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে, সোমবার মহামিছিল নেমেছিল । এবার বঞ্চিত চাকরিপ্রার্থীরা রাজনীতির মতো মহাজোট বেধেছে । যাদের শীতও কেঁপে যাচ্ছে। তারা হকের চাকরি-র দাবিতে শীতের রাত কাটছে রাস্তায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *