চাকরি বাতিলের সিদ্ধান্তে অনড় বিচারপতি গঙ্গোপাধ্যায় !

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : ২০১৪-র প্রাথমিকে টেট নিয়ে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ ওঠেছে । বিচারপতি গঙ্গোপাধ্যায় , গত বছরের ১৩ জুন, ২৬৯ জন প্রাথমিক শিক্ষককে বরখাস্ত ও বেতন বন্ধের নির্দেশ দেন। বেআইনিভাবে এক নম্বর করে বেশি দেওয়ার পরেও ফেল করে চাকরিপ্রার্থীরা । এছাড়াও অভিযোগ ওঠে ,পরীক্ষা না দিয়ে, ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন ।

উল্লেখ্য , এরপর বরখাস্ত হওয়াদের একাংশ সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন । কিন্তু ডিভিশন বেঞ্চও সিলমোহর দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই । এরপর মামলাকারীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন । উল্লেখ্য , ২০২২-এর ১৮ অক্টোবর, সর্বোচ্চ আদালত ২৬৯ জনের চাকরি বাতিলের ওপর স্থগিতাদেশ দেয় । পাশাপাশি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় , কলকাতা হাইকোর্ট ২৬৯ জনকে মামলায় যুক্ত করবে। মোট ১৯৩ জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল। এরই মধ্যে হাইকোর্টের নির্দেশে, চাকরি ফিরে পান একজন। ফলে ২৬৯ থেকে সংখ্যাটা কমে দাঁড়ায় ২৬৮। এই পরিস্থিতিতে গত ২৩ ডিসেম্বর, ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আর বুধবার আরও ১৪০ জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন তিনি। এ নিয়ে মোট ১৯৩ জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল হল । প্রাথমিকে ১৪০ জন শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্তে অনড় থাকল আদালত। এমনকি বিচারপতি গঙ্গোপাধ্যায়, তাঁদের বেতন বন্ধের নির্দেশও বহাল রাখলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *