ফের প্রাথমিকের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের !

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : ফের প্রাথমিকের চাকরি বাতিলের নির্দেশে হাইকোর্টের । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ৫৩ জনের চাকরি বাতিল । উল্লেখ্য আগে ২৬৯ জনের চাকরি বাতিল করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে । যদিও ২৬৯ জনের বক্তব্য শুনতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ।সবার বক্তব্য খতিয়ে দেখে ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ। যদিও এক জনকে ১০ হাজার টাকা জরিমানা করল হাইকোর্ট । আজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ৫৪ জন হলফনামা জমা দেন ।

সূত্রের খবর , শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক ফের চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিলেন । উল্লেখ্য , ১৮ অক্টোবর, সর্বোচ্চ আদালত ওই ২৬৯ জনের চাকরি বাতিলের ওপর স্থগিতাদেশ দেয়। এছাড়াও পাশাপাশি ২৬৯ জনকে আবার কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের কাছে ফেরত পাঠায় সর্বোচ্চ আদালত ।

উল্লেখ্য , ২০১৪’র টেটে দ্বিতীয় নিয়োগ তালিকায় ২৬৯ জনকে বেআইনিভাবে বাড়তি ১ নম্বর করে দেওয়া হয়েছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ১৩ জুন, তাঁদের প্রত্যেকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন । তারপর বরখাস্ত হওয়া প্রার্থীদের একাংশ সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন। কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই ডিভিশন বেঞ্চও সিলমোহর দেয় । এরপর মামলাকারীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *