
প্য়াকেট হাতে ইডির দফতরে হাজির জোত্য়িপ্রিয়র সহায়ক অমিত দে
24Hrs Tv ওয়েব ডেস্ক : রেশন বন্টন দুর্নীতি মামলায় জোতিপ্রিয়র সহায়ক অমিত দে একটি প্য়াকেট হাতে উপস্থিত হয়েছেন সিজিও কমপ্লেক্সে। প্য়াকেটের মধ্য়ে কি আছে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে, গুরুত্বপূর্ণ কিছু নথি আছে এর মধ্য়ে। এর আগেও ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন অমিত দে। দীর্ঘসময় ধরে টানা জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। ২৬ শে অক্টোবর প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই দিনই অমিত দে’র নাগেরবাজার ফ্ল্য়াটে তল্লাশির উদ্দেশ্য়ে পাড়ি দিয়েছিল ইডি। কিন্তু ছুটি কাটাতে সপরিবারে পুরী গিয়েছিল অমিত দে। গেটের বাইরে পাহারায় ছিল কেন্দ্রীয় বাহিনী। অপেক্ষা করছিল ইডিও। শেষ পর্যন্ত ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরে আসেন অমিত। এরপর খোলে ফ্ল্যাটের দরজা। ১৮ ঘন্টা ধরে চলে তল্লাশি। সোমবার গুরুত্বপূর্ণ নথি হাতে দেখা গেল অমিত দে’কে।
এ দিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গত ২৭ অক্টোবর তাঁকে ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি করা হয়েছিল। রবিবার রাতে জ্যোতিপ্রিয়কে সেখান থেকে প্রাইভেট কেবিনে স্থানান্তরিত করা হয়েছে। এ দিন দুপুরে তাঁর হল্টার মনিটর শেষ হয়েছে। আপআতত তাঁকে ডায়াবেটিক সাধারণ খাবার দেওয়া হয়েছে হাসপাতালের তরফ থেকে।