
কলিগ্রাম ভারত সংঘের কালীপুজোর থিম মাতৃঋণ, খুঁটি পূজার মধ্যে দিয়ে শুরু হয়ে গেল প্রস্তুতি;
24 Hrs Tv , ওয়েব ডেস্ক : উমার ফিরে যাওয়ার পালা। আর শ্যামার আগমন। খুঁটি পূজার মধ্যে দিয়ে শুরু হয়ে গেল প্রস্তুতি। মালদা জেলার একটি বর্ধিষ্ণু গ্রাম কলিগ্রাম। ঠিক যেমন কলকাতার দূর্গা পুজো বা চন্দননগরের কাছে জগদ্ধাত্রী পুজো। তেমনই কলিগ্রামের কাছে কালীপুজো। এই গ্রামের পুজো সারা জেলা জুড়ে বিখ্যাত। আর কলিগ্রামের যে কয়েকটি পূজো এলাকাবাসীর নজর কাড়ে তার মধ্যে অন্যতম ভারত সংঘের পুজো। আজ খুঁটি পূজার মধ্যে দিয়ে প্রস্তুতি শুরু করে দিল তারা। কলিগ্রাম দক্ষিণপাড়া রক্ষাকালী তলায় হয় এই পুজো।৩৮ তম বর্ষে কলিগ্রাম ভারত সংঘের কালীপুজোর থিম “মাতৃঋণ”। বাজেট আনুমানিক ১০ লক্ষ। থিমের দায়িত্বে রয়েছেন চাঁচলের শিল্পী গৌতম গাঙ্গুলী। প্রত্যেক সন্তানের জীবনে মায়েদের যে ভূমিকা, গুরুত্ব, অবদান তা এই থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। পূজা উদ্যোক্তাদের আশা তাদের এই ভাবনা এলাকাবাসীর মধ্যে যথেষ্ট সাড়া ফেলবে। সাথে বার্তা দেওয়া হবে সমাজকে। আলোক সজ্জাতেও থাকছে চমক। পুজো উপলক্ষে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও এলাকার দুস্থ-বৃদ্ধা মায়েদের বস্ত্র বিতরণ করা হবে ক্লাবের পক্ষ থেকে। থিমের ভাবনাকে বাস্তবায়িত করার জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছে ক্লাবের সদস্যরা।
ক্লাবের সম্পাদক সুমন দাস বলেন,” আমাদের এই বছরের থিম মাতৃঋণ। বাজেট প্রায় দশ লক্ষ টাকা। পুজো উপলক্ষে সংস্কৃতিক অনুষ্ঠান হবে। বস্ত্র বিতরণ করা হবে।”
ঐতিহ্যমন্ডিত এই গ্রামের কালী পূজোয় রয়েছে বিশেষত্ব। রয়েছে ইতিহাস। কলিগ্রাম জুড়ে প্রায় পনেরোটি কালীপূজো হয়।সাবেকি থানের পূজো থেকে শুরু করে বিভিন্ন ক্লাবের বড় বাজেটের থিম পুজো। শক্তি দেবীর আরাধনায় মেতে ওঠে কলিগ্রামবাসী।