দিল্লির নির্মাণকর্মীদের মাসে ৫ হাজার টাকা সাহায্য ঘোষণা কেজরিওয়ালের, দূষণে বন্ধ কাজ

Read Time:2 Minute

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ ফের দিল্লির বাতাসে মিশতে শুরু করেছে বিষ দিওয়ালির পর থেকেই। এবারেও দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন। ইতিমধ্যেই দিল্লি সরকার রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য নির্মাণকাজের ওপর স্থগিতাদেশ দিয়েছে। জানা গিয়েছে, যতদিন পর্যন্ত দিল্লি দূষণের পরিমাণ নিয়ন্ত্রণে না আসছে ততদিন কোনওরকম নির্মাণকাজ করা যাবে না। নির্মাণকর্মীদের স্বস্তি দিতে এবার বড় ঘোষণা করল দিল্লির আপ সরকার।
বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন, দিল্লিতে যতদিন না পুরোদমে নির্মাণকাজ শুরু হচ্ছে ততদিন নির্মাণকর্মীদের সরকারের তরফে মাসিক ৫ হাজার টাকা সাহায্য দেওয়া হবে। এই ঘোষণায় রাজধানীর বহু নির্মাণকর্মী উপকৃত হবেন। দিল্লির শ্রমিক শ্রেণির একটি বড় অংশ নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত। পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্য থেকে দিল্লিতে গিয়ে নির্মাণকর্মীর কাজ করেন। নতুন ঘোষণায় উপকৃত হবেন প্রায় ১০ লক্ষ নির্মাণকর্মী দিল্লির মুখ্যমন্ত্রীর এমনই দাবি। এই প্রকল্পে মোট খরচ ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। এটাই অবশ্য প্রথমবার নয়, গতবছরও একইভাবে নির্মাণকর্মীদের পাশে দাঁড়িয়েছিল কেজরিওয়াল সরকার। গতবছরও ৫ হাজার টাকা করে সাহায্য করা হয়েছিল নির্মাণকর্মীদের। জানা গিয়েছে উপকার পেয়েছিলেন ৭ লক্ষ নির্মাণকর্মী। যদিও এই ঘোষণার পর বিরোধীরা দিল্লি সরকারকে তোপ দাগছে।
এই দূষণের দায় চাপাচ্ছে দিল্লি সরকার কেন্দ্র সরকারের ওপর। আম আদমি পার্টির দাবি, পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের ফসলের অবশিষ্ট অংশ পোড়ানোর জন্যই এই সমস্যা। দিল্লি সরকার দূষণ নিয়ন্ত্রণে নাগরিকদের ‘ওয়ার্ক ফ্রম হোম’করার পরামর্শ দিচ্ছে। বাড়ির বাইরে বেরোতে হলেও ব্যক্তিগত গাড়ি এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *