প্রভাসের জন্য সরে দাঁড়াচ্ছেন কিং খান! কবে মুক্তি পাবে ‘ডাঙ্কি’?

Read Time:3 Minute

পায়েল মুখার্জী: 24Hrs Tv ওয়েব ডেস্ক: গত কয়েক বছরে একের পর এক ফ্লপ ছবির চাপে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন দক্ষিণী তারকা প্রভাস। ‘বাহুবলী’র পর আরও এক হিট ছবি দর্শক মহলে উপহার দিতে চলেছেন তিনি। যে লুকে তিনি ছবিতে ধরা দিতে চলেছেন, তা এক কথায় বলতে গেলে তাক লাগিয়েছে গোটা দেশের ভক্তদের। শোনা যায়, বড়দিনে নাকি মুক্তি পাবে সেই ছবি। তাই তাঁর নতুন ফিল্ম নিয়ে বেশ চিন্তায় রয়েছেন প্রভাস।

চলতি বছর, এক কথায় বলতে গেলে বক্স অফিস কাঁপাচ্ছেন শাহরুখ খান। তাঁর ছবি মানেই ১০০০ কোটির ব্যবসা। লম্বা দুঃসময় পার করে বাদশার রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে বক্স অফিসে। নিজেই নজির গড়ছেন তিনি। নিজেই আবার সেই নজির ভাঙছেন শাহরুখ। পরপর দুই ছবির পর এবার পালা তাঁর তৃতীয় ছবির। তা নিয়ে ইতিমধ্যে চর্ছা তুঙ্গে। ঝড়ের গতিতে তাই ভাইরাল এখন ‘ডানকি’ ছবির প্রতিটা খবর। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি বড়দিনের মরশুমেই মুক্তির কথা জানিয়েছিলেন খোদ কিং খান। অন্যদিকে প্রভাসের ক্ষেত্রে ‘সাহো’, ‘রাধে শ্যাম’-এর মতো ছবি মুখ থুবড়ে বক্স অফিসে পরার পরে চলতি বছরে দর্শকের সাড়া পায়নি তাঁর ছবি ‘আদিপুরুষ’ও। ব্যর্থতার হ্যাটট্রিকের পরে ২০২৩-এ প্রভাসের ঘুরে দাঁড়ানোর এক মাত্র ভরসা ‘সালার’। ছবির টিজ়ার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মনে উত্তেজনার পারদ তুঙ্গে। অনেকেরই ধারণা যে পরপর দুই ফ্লপের পর এই ছবি নাকি পাল্টে দিতে চলেছে প্রভাসের ভাগ্য। জানা গিয়েছিল, বড়দিনে বক্স অফিসে শাহরুখ খানের ‘ডাঙ্কি’-র মুখোমুখি হতে চলেছে প্রভাসের ‘সালার’। এক্ষেত্রে ‘ডাঙ্কি’ মুক্তি পেলে নজির গড়তে পারতেন শাহরুখ। কিন্তু নিজে থেকেই পিছু হটলেন কিং খান। তাহলে কী দর্শক ভাগ রুখতেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন শাহরুখ খান?

২২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল শাহরুখের এই বছরের তিন নম্বর ছবি ‘ডাঙ্কি’র। তবে সেটা হয়তো হচ্ছে না। শুক্রবার সকাল থেকেই এমনটাই জানা গিয়েছে দক্ষিণী সূত্রে। যদিও এখনও কোনও চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে যেটুকু খবর আসছে, তাতেই অপেক্ষায় যাঁরা পলক গুনছিলেন, মন ভাঙল তাঁদের। অন্যদিকে আবার প্রভাসের জন্য এটা খুশির খবর। তাই মনে মনে খুশির জোয়ারে ভাসছেন প্রভাস ভক্তরা। এ ছাড়াও এমনিতেই ডিসেম্বর মাসে একগুচ্ছ বড় বাজেটের ছবির মুক্তির কথা রয়েছে বলিউডে। তারপর আবার বড়দিনে ‘ডাঙ্কি’ ও ‘সালার’ একসঙ্গে মুক্তি পেলে, প্রভাব পড়তে পারে ব্যবসায়। কাজেই সেই সব হিসাব কষেই মুক্তির তারিখ পিছোল ‘ডাঙ্কি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *