নতুন জার্নি শুরু করলেন কুণাল খেমু

Read Time:3 Minute

বলিউডে বেশ কিছু বছর ধরে অভিনয় করছেন কুণাল খেমু। ‘কলিযুগ’ থেকে ‘ঢোল’ কিংবা ‘ব্লাড মানি’, বেশ কিছু ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। এবার নতুন জার্নি শুরু করলেন অভিনেতা। অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করছেন এবার তিনি।

‘গণেশ চতুর্থী’র শুভ তিথিতে সুখবরটা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন বলিউড অভিনেতা কুণাল খেমু। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রথম পরিচালিত ছবির ঘোষণা করেন। এক্সেল এন্টারটেনমেন্টের প্রযোজনায় ‘ম্যাডগাঁও এক্সপ্রেস’ নামের একটি ছবি পরিচালনা করছেন তিনি। গণপতি বাপ্পা মোরিয়া বলে তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে লেখেন, ‘গণপতি বাপ্পা মোরিয়া। সমস্ত শুভ কাজই তাঁর নাম করে শুরু করা হয়। আর আমার এই নতুন শুরুর ঘোষণাটা এর থেকে ভালো দিনে করতে পারতাম না। এটা আমার মাথায় প্রথম শুরু হয়। যা ধীরে ধীরে স্বপ্ন হিসেবে বেড়ে ওঠে। এরপর আমার আঙুলের মাধ্যমে শব্দ হয় ল্যাপটপে। আর এখন সেটা বাস্তবায়িত হওয়ার পথে। যা দেখা যাবে রুপোলি পর্দায়। এক্সেল এন্টারটেনমেন্টের রীতেশ, ফারহান, রুশাকে অনেক ধন্যবাদ আমার স্ক্রিপ্টের উপর ভরসা করার জন্য। আর আমার দৃষ্টিভঙ্গির সঙ্গী হওয়ার জন্য। যা ছবির জগতে আমার নতুন জার্নিকে শুরু করছে। হাত জোড় করে মাথা ঝুঁকিয়ে আমি আপনাদের সকলের কাছে আশীর্বাদ ও প্রার্থনা চাইছি। গণপতি বাপ্পা আমাকে আশীর্বাদ করুন।’

প্রসঙ্গত, কিছুদিন আগেই দুর্ঘটনার কবল থেকে বাঁচেন কুণাল খেমু এবং তাঁর স্ত্রী সোহা আলি খান ও কন্যা ইনায়া। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে অভিযুক্ত গাড়ির ছবি পোস্ট করে কুণাল খেমু লেখেন, ‘আজ সকাল ৯টা নাগাদ আমি আমার স্ত্রী, কন্যা এবং প্রতিবেশি ও তাঁদের দুই সন্তানকে সঙ্গে নিয়ে ব্রেকফাস্ট করতে জুহুর দিকে যাচ্ছিলাম। সেই সময় এই গাড়িটি দ্রুত গতিতে শুধু আমাদের গাড়িটিকে ওভারটেকই করেনি আচমকা আমাদের গাড়ির সামনে চলে আসে। ওই গাড়িটি শুধু যে নিজের বিপদ ডেকে আনছিল তাই নয়, রাস্তার অন্যান্যদেরও বিপদ ঘটে যেতে পারত যেকোনও সময়ে। আমি যদি সময় মতো ব্রেক না কষতাম, তাহলে আমার গাড়ির সঙ্গে ধাক্কা লাগত এবং বড় দুর্ঘটনা ঘটে যেত আজ। আমার গাড়িতে থাকা বাচ্চারা আতঙ্কে রয়েছে এখনও। আমি যখন গাড়ি থামাই, তখন ওই গাড়ি থেকে এক ব্যক্তি নেমে এসে আমাদের উদ্দেশে অকথ্য ভাষায় গালাগালি দিতে থাকে। আমাদের দিকে আঙুল তুলে কথা বলতে থাকে। আমি সঙ্গে সঙ্গে ফোন নিয়ে সমস্তটা রেকর্ড করতে শুরু করি ওই ব্যক্তি নিজের গাড়িতে ফিরে যায় এবং গাড়ি চালিয়ে চলে যায়। মুম্বই পুলিশের উদ্দেশে আবেদন জানাব,তাঁরা যেন বিষয়টি খতিয়ে দেখেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *