ইডি অফিসেই স্বাস্থ্য পরীক্ষা কুন্তলের !

Read Time:3 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক :নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তলের স্বাস্থ্য পরীক্ষায় নিয়মে হল বদল । নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা গেলেন না হাসপাতালে । তাঁর স্বাস্থ্য পরীক্ষা করল তিন সদস্যের চিকিৎসক দল ইডি অফিসে এসে । রাজ্যে এসবের মধ্যেই কুন্তলকে নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। যদিও চিকিৎসকরা কেউই এবিষয়ে মুখ খুলতে চাননি ।

উল্লেখ্য ধৃত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের নানা দাবি ও অভিযোগ খতিয়ে দেখছে ইডি। সূত্রের খবর, বিভিন্ন সময় কুন্তলের বিভিন্ন রকম বয়ান তদন্তকারীদের সামনে ধোঁয়াশা তৈরি করছে। যদিও এবার ধোঁয়াশা তৈরি হল যুবনেতার শারীরিক অবস্থা নিয়ে! নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ কেমন আছেন? তাঁর শারীরিক অবস্থা কী রকম? আর এই সংশয়ের নেপথ্যে রয়েছে রুটিনে ব্যতিক্রম। নিয়োগ দুর্নীতি মামলায় গত ২১ জানুয়ারি, নিউটাউনের ফ্ল্যাট থেকে কুন্তল ঘোষকে গ্রেফতার করে ইডি। তারপর থেকে সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় সংস্থার হেফাজতেই রয়েছেন শাসকদলের যুব নেতা।

আদালতের নির্দেশ, ইডি হেফাজতে থাকা কুন্তলের ৪৮ ঘণ্টা অন্তর স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে । সেইমতো প্রতিবার বিধাননগর মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করায় ইডি। কুন্তলের স্বাস্থ্য পরীক্ষার জন্য সকাল সোয়া ১১টা নাগাদ আসেন চিকিৎসকরা । উঠে আসতে থাকে এমন নানা প্রশ্ন। চাকরি দেওয়ার নামে প্রার্থীদের থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা তুলেছেন কুন্তল ঘোষ। হুগলির যুব তৃণমূল নেতার বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তাপস মণ্ডল। কুন্তলের গ্রেফতারির পর, ব্যাঙ্কশাল আদালতে ইডির আইনজীবীও দাবিকরেন, তদন্তে দেখা গেছে, ৩০ কোটি টাকার দুর্নীতি হয়েছে! অবশেষ ইডির ম্যারাথন জেরায় কুন্তল ঘোষ টাকা নিয়েছেন বলে স্বীকার করেছেন। নিয়োগ দুর্নীতিকাণ্ডে নজর রাখছে ইডির, আর কি নয়া তথ্য বেড়িয়ে আসে এ বিষয়ে তদন্ত করছে ইডি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *