
প্রকাশ্যে ‘কুত্তে’ ছবির ট্রেলার
প্রকাশ্যে এল বিশাল ভরদ্বাজের ছেলে আশমান ভরদ্বাজের নতুন ছবি ‘কুত্তে’র ট্রেলার। ছেলের ডেবিউ ছবির অন্যতম প্রযোজক হলেন বিশাল ভরদ্বাজ। আশমান ভরদ্বাজের ছবিতে রয়েছেন অর্জুন কাপুর, টাবু, নাশিরুদ্দিন শাহ, কঙ্কনা সেন শর্মা, রাধিকা মদন, কুমুদ মিশ্রা, শারদুল ভরদ্বাজ সহ আরও অনেকে।
‘কুত্তে’ মূলত একটি থ্রিলার ছবি। জানা গেছে, বাবা ও ছেলে মিলেই এই ছবির চিত্রনাট্য লিখেছেন। ছবির পোস্টারে সাতজন মানুষের মুখের উপর কুকুরের মুখ বসানো অবস্থায় দেখা যায়। ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিশাল ভরদ্বাজ লিখেছিলেন,’না এরা ডাকে, না গর্জায়, এরা শুধু কামড়ে দেয়।’ এই ছবিকে ঘিরে উচ্ছ্বসিত বিশাল ভরদ্বাজ। এই প্রথম ছেলের সঙ্গে একসঙ্গে চিত্রনাট্য লিখে বেশ আনন্দিত তিনি। পাশাপাশি এই ছবির সংগীত পরিচালনাও করবেন তিনি। গান লিখেছেন গুলজার। ট্রেলারের শুরুতেই দেখা যায় কাউন্টডাউনের পর সকলকে আগ্নেয়াস্ত্র ফেলে দিতে বলেন অর্জুন কাপুর। সকলেই সমঝোতার মধ্যে দিয়ে আগ্নেয়াস্ত্র ফেলে দিতে সম্মতও হন। যদিও শেষপর্যন্ত কেউই আগ্নেয়াস্ত্র ফেলে দেননি। ট্রেলার দেখে এই ছবিটি একটি ডার্ক কমেডি বলেই মনে হচ্ছে। অর্জুন কাপুরের জন্যও এই ছবি একেবারে অন্যধারার ছবি। পুরোদস্তুর বানিজ্যিক ছবির নায়ক এবার নিজের লাক ট্রাই করতে চাইছেন অন্যধারার ছবিতে।