সন্ধ্যায় চড়কা কাটা বুড়ির দেশে ল্যান্ডার বিক্রম

Read Time:2 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : আর কয়েক ঘণ্টার অপেক্ষা। চাঁদের মাটি স্পর্শ করতে চলেছে চন্দ্রযান ৩। ভারতীয় সময় অনুযায়ী বুধবার আজ সন্ধ্যায় ঘড়ির কাঁটা ৬টা ৪ মিনিটের ঘরে কখন পৌঁছবে সেই অপেক্ষায় রয়েছে গোটাদেশ। অধির আগ্রহে অপেক্ষা করছে ভারতবর্ষ। প্রায় ৪ বছর পর ফের ইতিহাসের দোরগোড়ায় ভারত। ISRO-র সঙ্গেই প্রতি মুহূর্তের দিকে তাকিয়ে গোটা দেশের মানুষ। সব কিছু ঠিক থাকলে চন্দ্রযান-৩ চাঁদের মাটি ছোঁবে আজ সন্ধ্যায়। গোটা দেশজুড়ে চলছে প্রার্থনা। ভারতের সাফল্যের প্রহর গুনছে দেশবাসী। ইসরোর তরফে বলা হয়েছে, ‘চাঁদে অবতরণের জন্য একটি সুরক্ষিত জায়গা খুঁজতে সাহায্য করে ক্যামেরা। অর্থাৎ চাঁদের যেখানে অবতরণ করা হবে, সেখানে কোনওরকম বোল্ডার বা গভীর কোনও গর্ত না থাকে, তা নিশ্চিত করার কাজ চালিয়ে যাচ্ছে ক্যামেরা। যে ক্যামেরা ভারত সরকারের ‘স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার’-এ তৈরি করেছে ইসরো।’

ইসরোর পক্ষ থেকে বিকেল ৫টা ২০ মিনিট থেকে লাইভ টেলিকাস্ট করা হবে। এছাড়াও ভারতের একাধিক জায়গায় দেখানো হবে এই চাঁদ অভিযান। যদিও চন্দ্রযান-২ সাফল্যের দোরগোড়ায় গিয়েও পারেনি চাঁদের মাটি ছুঁতে। এবার তাই বাড়তি সতর্কতা নিয়ে চলেছে ইসরো। কোনও রকম ঝুঁকি নিতে নারাজ বিজ্ঞানীরা। কয়েকদিন আগেই রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫ ছিটকে গিয়েছে মহাকাশে। চাঁদের মাটি স্পর্শ করতে পারেনি। চন্দ্রযান-২র মতোই পরিস্থিতি তৈরি হয়েছে। সেকারণে এবার আর কোনও ঝুঁকি নিতে চাঁইছেন না বিজ্ঞানীরা। আর মাত্র কিছু সময় এরপর ল্যান্ডার বিক্রম চড়কা কাটা বুড়ির দেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *