প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা , শোকবার্তা মুখ্যমন্ত্রীর

Read Time:3 Minute

২৪ আওয়ার্স টিভি, সৌরভ দত্ত : মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহা। পেটের রোগের চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করা হয়েছিল কলকাতার বেসরকারি হাসপাতালে। গতকাল হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।আজ সকালে বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন ।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

সাগরদিঘি থেকে তিনি বিধায়ক নির্বাচিত হন। তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবে ২০১১ সালে সুব্রত সাহাই একমাত্র ভোটে জিতেছিলেন সাগরদিঘি থেকে। টানা তিনবার ওই কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হন। মুর্শিদাবাদ কংগ্রেসের রাজনীতিতে বহুদিন তিনি নেতৃত্বে দিয়েছিলেন। পরে তিনি তৃণমূলে য়োগ দেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া জেলার রাজনীতিতে। সুব্রত সাহার মৃত্যুতে ট্যুইট করে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, সহকর্মী সুব্রত সাহার মৃত্যুকে আমি শোকাহত। রাজ্যের মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা ভোলার নয়। তাঁর আত্মার শান্তি কামনা করি। এই দুঃখ কাটিয়ে উঠুক তাঁর পরিবার।

মুখ্যমন্ত্রীর শোকবার্তা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।তিনি আজ সকালে বহরমপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৯ বছর। মুর্শিদাবাদ জেলার সাগরদীঘির তিন বারের বিধায়ক সুব্রতবাবু পূর্ত দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।সুদীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।সুব্রতবাবুর সঙ্গে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদান স্মরণীয় হয়ে থাকবে। সুব্রত সাহার প্রয়াণে রাজনৈতিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি সুব্রত সাহার পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *