‘কন্ডোম বিতর্ক’কে পিছনে ফেলে শিবলিঙ্গে পুজো দিয়ে প্রচার শুরু সায়নীর

24 Hrs Tv:নিজস্ব প্রতিনিধি: শিবলিঙ্গে পুজো দিয়েই যাদবপুরে প্রচার শুরু করলেন তৃণমূলের সায়নী ঘোষ। ন’বছর আগে সোশাল মিডিয়ায় তাঁর পোস্ট করা একটি ছবি এবং ছবির ক্যাপশন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়, তাতে লেগেছিল রাজনীতির রং। শিবলিঙ্গে ‘কন্ডোম বিতর্ক’ ধাওয়া করে সায়নীকে ঘিরে। এবার ওই বিতর্ককে পিছনে ফেলে শিবলিঙ্গে পুজো দিয়ে প্রচার শুরু করলেন যাদবপুর লোকসভার তৃণমূল প্রার্থী সায়নী।

শনিবার মন্দির থেকে বেরিয়ে সায়নী বলেন, “ঠাকুরের কাছে যাদবপুরের সমস্ত মানুষের মঙ্গলকামনা করলাম।” কিন্তু শিবলিঙ্গে পুজো দিয়ে প্রচার কি ‘পরিকল্পনামাফিক’? এনিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি তৃণমূল প্রার্থী। তবে বিজেপি আবারও কটাক্ষ করতে ছাড়েনি সায়নীকে। সায়নীর শিবলিঙ্গে পুজো দেওয়া নিয়ে কটাক্ষ করেছেন একুশের বিধানসভা ভোটে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নেতা রঞ্জন বৈদ্য। তাঁর কথায়, “হিন্দু ধর্মে যা পবিত্র— সেই শিবলিঙ্গকে এক সময় উনি অসম্মান করেছেন। এখন ঠেলায় পড়ে শিবের কাছে যাচ্ছেন। সায়নীকে যাঁরা শিবমন্দিরে নিয়ে গিয়েছেন, তাঁরাও অন্যায় করেছেন।” যদিও ‘কন্ডোম বিতর্ক’কে সরিয়ে রেখে সায়নী প্রচারে গিয়ে বলেন, “এ রাজ্যে মোদির গ্যারান্টি বলে কিছু নেই। শুধু দিদির গ্যারান্টি আছে।” শনিবার রাজপুর-সোনারপুর পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন সায়নী। শোভাযাত্রার মধ্য দিয়ে এলাকা পরিদর্শন করেন। তৃণমূলের তারকা প্রার্থীর সঙ্গে ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম, সাংগঠনিক প্রধান নজরুল আলি মণ্ডলেরা।

প্রসঙ্গত,২০১৫ সালে সায়নীর এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) থেকে একটি গ্রাফিক শেয়ার হয়। ছবিটি শিবলিঙ্গের। তাতে কন্ডোম পরাচ্ছেন এক মহিলা। গ্রাফিক থেকে বোঝা যাচ্ছে, মহিলাকে এডস সচেতনতার বিজ্ঞাপনের ম্যাসকট ‘বুলাদি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর গ্রাফিকের ভিতরে লেখা, ‘বুলাদির শিবরাত্রি’। পোস্টের ক্যাপশন ছিল, ‘এর থেকে বেশি কার্যকরী হতে পারেন না ঈশ্বর।’ এই নিয়ে জোর বিতর্ক শুরু হয়। সায়নীর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ করেন অনেকে। ওই পোস্টের প্রায় ৬ বছর পরে ২০২১ সালের বিধানসভা ভোটের আগে সায়নীর বিরুদ্ধে কলকাতার রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা উত্তর-পূর্বের তিন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *