
কলকাতায় জাল নোটের হদিশ ; এবার মাছ পড়ল জালে !
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : তপসিয়া থেকে উদ্ধার হল জাল নোট । এবার কলকাতায় জাল নোটের হদিশ মিলল । তপসিয়া থেকে উদ্ধার হলো দেড় লক্ষ টাকার জাল নোট। পুলিশের এসটিএফের হাতে জাল নোট পাকড়াও হল । কলকাতায় পুলিশের এসটিএফ জাল নোটের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে । কলকাতায় পুলিশের এসটিএফ জালে পড়ল জাল নোট কারবারের মাছ ।

এবার কলকাতার বুকে মাছ পড়ল জালে । জাল নোট কারবারের কিং পিন ধৃত রফিকুল শেখ । ধৃতের বয়স ৩ বছর।
এই ব্যক্তি এর আগেও জাল নোট সহ ধরা পড়ে এবং তারপর তাকে গ্রেফতার করা হয় । শুধু তাই নয় তারপরে এই মামলায় সে সাজাও পেয়েছিল।

সাজা খাটার পরও সে আবারও এই কারবারীর সঙ্গে জড়িত হয়ে পড়ে। কলকাতা পুলিশের এসটিএফ একটি গোপন সূত্রের খবর পেয়ে, তারপরে তাকে তপসিয়া থেকে গ্রেফতার করে। এরপরে তাকে ব্যাঙ্কশাল আদালতে আজকে নিয়ে যাওয়া হয়। তাকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছে আদালতে। এবং ইতিমধ্যে এসটিএফ তাকে হেফাজতে পেয়েছে এমনটাই জানা যাচ্ছে ।