
জ্যাকলিনকে নির্দোষ প্রমাণে উদগ্রীব প্রেমিক সুকেশ
24HrsTv, ওয়েব ডেস্কঃ ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। নিজের আইনজীবীকে জেলের ভিতর থেকে চিঠি লিখে একথাই জানিয়েছিল ‘ঠগবাজ’ সুকেশ চন্দ্রশেখর। ঠিক এমনভাবেই তারকা প্রেমিকার হয়ে সাফাই দেওয়ার চেষ্টা করেছিল সে। সম্প্রতি সুকেশের এই চিঠির খবর প্রকাশ্যে আসে। যেখানে সুকেশ লিখেছিল, “জ্যাকলিন নির্দোষ। ভালবেসেই ওঁকে যাবতীয় উপহার দিয়েছিলাম।” জানা গিয়েছে, জেলের ভিতর থেকেই এই চিঠি লিখেছিল সুকেশ। তার দাবি, জ্যাকলিনের কোনও দোষ নেই। তিনি শুধু সুকেশের কাছে ভালোবাসা চেয়েছিলেন। সুকেশ তাঁকে ও তাঁর পরিবারকে ভালবেসে যাবতীয় উপহার দিয়েছিল। স্বভাবতই অভিনেত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।
নিজের উপার্জন থেকেই জ্যাকলিন ও তাঁর পরিবারকে সমস্ত উপহার দিয়েছিল বলে চিঠিতে জানিয়েছিল সুকেশ। সুকেশ আবারও দাবি করে, ইন্দোনেশিয়ায় তার কয়লার খনি ছিল। তিনি এও বলেন, খবরের কাগজ-সহ একাধিক সংস্থায় অংশীদারিত্ব ছিল। সেগুলি বিক্রি করেই অর্থ পেয়েছিলেন।
সম্প্রতি ২০০ কোটি টাকার প্রতারণাকাণ্ডে জ্যাকলিনের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বেড়েছে। জানা গিয়েছে জামিনের মূল আবেদন ও অন্যান্য সমস্ত আবেদন নিয়ে আদালতে শুনানি হবে আগামী ১০ই নভেম্বর। এও জানা যাচ্ছে গত বছরই অফ ক্যামেরায় শিরোনামে উঠে এসেছিলেন জ্যাকলিন। চন্দ্রশেখরের নামে ২০০ কোটি টাকার প্রতারণা এবং ২০টি আর্থিক তছরুপের মামলায় নাম থাকায় দিল্লির রোহিণী জেলে বন্দি করা হয় তাকে।