
‘ইয়াস’ মোকাবিলায় শাহ এর বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বুধবার দুপুরে পারাদ্বীপ ও সাগরের মধ্যে আছড়ে পড়তে পারে ইয়াস।বিশেষত পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় দাপট দেখানোর সম্ভাবনা বেশি। তাছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং অন্ধ্রপ্রদেশেও ‘ইয়াস’-এর প্রভাব পড়বে। সেই পরিস্থিতিতে ইতিমধ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এবং ভারতীয় সেনার দল নামানো হয়েছে।
এ নিয়ে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো বৈঠক করবেন শাহ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপালের সঙ্গেও ভিডিয়ো বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন এই বৈঠকে বলে সূত্র মারফত জানা গিয়েছে। আগে জানা গিয়েছিল গুরুত্বপূর্ণ কাজ থাকায় শাহের বৈঠকে মমতার জায়গায় থাকবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই কাজ পিছিয়ে অমিত শাহের সঙ্গে আলোচনায় বসছেন মমতা, এমনটাই জানা গিয়েছে।
ঘূর্ণিঝড় মোকবিলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার উপকূলবর্তী একাধিক রাজ্যে মোতায়েন করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। পাঠান হয়েছে পর্যাপ্ত ত্রাণও।কোভিড আক্রান্তদের চিকিৎসায় যাতে কোনও রকম সমস্যা না হয় তার দিকেও লক্ষ্য রাখতে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।উপকূলবর্তী নিচু এলাকাগুলি থেকে দুর্গতদের যাতে সরিয়ে নিরাপদ স্থানে রাখা যায় তারও নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।যেসব মৎজীবীরা সমুদ্রে গেছেন অবিলম্বে তাঁদের ফিরে আসার নির্দেশও দেওয়া হয়েছে।
‘ইয়াস’ মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কার্যত ময়দানে নেমে কাজে ব্যস্ত। ২৫ ও ২৬ তারিখ রাতভর প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি দেখার জন্য মুখ্যমন্ত্রী নবান্নের কন্ট্রোল রুমে থাকবেন। প্রসঙ্গত ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় নবান্নের তরফে প্রকাশ করা হল হেল্পলাইন নম্বর। ঘূর্ণিঝড়ের সময়ে যে কোনও বিপদে পড়লে ফোন করুন এই নম্বরগুলিতে ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬।