জোটের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মমতা, অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক

Read Time:2 Minute, 50 Second

24Hrs Tv ওয়েব ডেস্ক : নীতি আয়োগের বৈঠকে মমতার মতোই যোগ দেবেন বিরোধী দল পরিচালিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। তারপর এই বৈঠক শেষে একমঞ্চে সবপক্ষ হবে বলে সূত্রের খবর। এই নীতি আয়োগের বৈঠক আগামী ২৭ই মে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে। ২৬ মে নয়াদিল্লি পাড়ি দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বাংলায় আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে। এই বৈঠকে একতার ডাক দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি মুক্ত দেশ গড়ে তুলতে এবার মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে বৈঠকে যোগ অরবিন্দ কেজরিওয়ালের, শুধু অরবিন্দ কেজরিওয়াল নয় এই বৈঠকে যোগ দিতে চলেছেন ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, নয়াদিল্লির অরবিন্দ কেজরিওয়াল, ওড়িশার নবীন পট্টনায়েক–সহ আরও কয়েকজন শীর্ষ বিরোধী নেতা।

জোটের বিষয়ে কংগ্রেস নিয়ে নিজের অবস্থান ইতিমধ্যেই স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্ণাটক জয়ে কংগ্রেসকে অভিনন্দন জানানোর পাশাপাশি দেশের ২০০টি লোকসভা আসনে একের বিরুদ্ধে এক লড়াইয়ে তিনি যে তাঁদের সমর্থন দেবেন সেটাও ঘোষণা করেছেন। কংগ্রেসও জানিয়েছে, একের বিরুদ্ধে একের লড়াইয়ে তাদেরও সায় রয়েছে। কিন্তু বাংলায় সেটা মানতে নারাজ অধীর চৌধুরী। সেক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। মঙ্গলবার দুপুরে নবান্নে মমতার সঙ্গে বৈঠক করতে আসছেন আম আদমি পার্টি (আপ) প্রধান। নয়াদিল্লির আমলাদের নিজেদের অধীনে নিতে চেয়ে অর্ডিন্যান্স জারি করেছে কেন্দ্র সরকার। এমনকী বিষয়টিকে রাজ্যসভায় বিল আকারে পেশ করতে চলেছে মোদী সরকার। তাই রাজ্যসভায় সব বিরোধী পক্ষকে পাশে পেতে চাইছেন কেজরিওয়াল। এই ইস্যুতে মমতা–কেজরিওয়াল বৈঠক হবে বলে মনে করা হচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *