আজ সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জে জনসভা মমতার

Read Time:3 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : আজ সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জে সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হিঙ্গলগঞ্জের মতো প্রত্যন্ত এলাকাকে পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী জনসভার করার জন্য নির্বাচন করেছেন ।সূত্রের খবর , জনসভার মাঠে তৈরি হয়েছে হেলিপ্যাড। তিনি মঙ্গলবার দুপুরে হিঙ্গলগঞ্জের সামশেরনগরে জনসভা করবেন । আজ সকাল থেকে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে । আজ বাদুড়িয়া ব্লকের বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে সিজারিয়ান বিভাগের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী । এছাড়াও বারাসত-২ ব্লক ও মিনাখাঁর দু’টি স্কুলে ছাত্র, ছাত্রীনিবাসেরও উদ্বোধন হবে । মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকেই জোর কদমে প্রস্তুতি

চলেছে ।

উত্তর ২৪ পরগনার বসিরহাট জেলার পুলিশ সুপার ডক্টর জবি থামাস কে, জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, অতিরিক্ত জেলাশাসক ও বিডিও-সহ একাধিক জনপ্রতিনিধি প্রস্তুতিপর্ব খতিয়ে দেখেছেন । হিঙ্গলগঞ্জের সভা থেকে একাধিক প্রকল্প উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর । সূত্রের খবর , খাদ্যসাথী , ঐক্যশ্রী , লক্ষ্মীশ্রী , রূপশ্রী , কন্যাশ্রী, জয় জোহার, স্বাস্থ্যসাথী, আর্টিজান ক্রেডিট কার্ডের মতো বিভিন্ন সরকারি পরিষেবাও প্রদান করা হবে ।

কালীতলা পঞ্চায়েত রাজ্যের প্রত্যন্ত পঞ্চায়েত এলাকাগুলির মধ্যে অন্যতম। সূত্রের খবর , এখানে ১৫ হাজার ভোটারের বসবাস । সুন্দরবনে বনবিবির মন্দির রয়েছে । এই এলাকার বাসিন্দারা বনবিবির মন্দিরে পুজো দিয়ে গিয়ে মধু সংগ্রহ করতে বা কাঁকড়া ধরতে যান। এই এলাকায় স্থানীয় বাসিন্দারা খুবই আনন্দিত । কারণ তারা এই প্রত্যন্ত এলাকায় থাকা শর্তেও তাদের কাছে মুখ্যমন্ত্রীর মতো আসছেন। তারা তাদের সব অসুবিধার কথা জানাবেন । সূত্রের খবর , পর্যটনের প্রসার, কংক্রিটের বাঁধ, পানীয় জলের সমস্যার সমাধানের আশা মুখ্যমন্ত্রীর কাছে পাওয়া যাবে । এখন দেখা যাক হিঙ্গলগঞ্জের এলাকার মানুষের জন্য মুখ্যমন্ত্রী কী বার্তা দেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *