৪৫০ কোটির দোরগোড়ায় মণিরত্নম পরিচালিত ‘পোন্নিয়িন সেলভান পার্ট ওয়ান’

Read Time:2 Minute

মুক্তির মাত্র ৭ দিনের মধ্যেই বক্স অফিসে ঝড় তুলল মণিরত্নম পরিচালিত ‘পোন্নিয়িন সেলভান পার্ট ওয়ান’। ইতিমধ্যেই এই ছবি ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। এবার বিশ্বব্যাপী ব্যবসার নিরিখে এই ছবি ছুঁতে চলেছে ৪৫০ কোটির মার্ক।

মাত্র দু সপ্তাহেই ‘পোন্নিয়িন সেলভান পার্ট ওয়ান’ প্রমাণ করে দিয়েছে যে এই ছবি ব্যবসার নিরিখে টপকে যেতে পারে বেশ কিছু ছবির রেকর্ড। পোন্নিয়িন সেলভান ১’-এর প্রযোজনা সংস্থা লাইকা প্রোডাকশনের তরফে পোন্নিয়িন সেলভানে ১-এর ১০০ কোটি পার করার কথা ট্যুইট করে জানানো হয়েছে। এই ছবির দুটি ভাগেরই শ্যুটিং একসঙ্গে শেষ করেছেন ছবির নির্মাতারা কিন্তু সেই দুটি ছবির মধ্যে প্রথম ছবি থেকেই ছবির ব্যয় তুলে ফেলতে পেরেছে প্রযোজনা সংস্থা। এমনকী বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মে এই ছবি বিক্রিও করেছে তারা। এক কথায় একটি পার্ট থেকে দুটি ছবির খরচ তুলে নিতে পেরেছে এই ছবির নির্মাতারা। ‘ তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তি-এর জনপ্রিয় উপন্যাস পন্নিয়িন সেলভান (দ্য সন অফ পোন্নি) অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের উত্তাল সময়ের প্রেক্ষাপটে আবর্তিত হবে এই ছবির গল্প। যখন পরিবারের উত্তরসূরী অন্তর্দ্বন্দ্বের ফলে হিংসাত্মক পরিবেশ তৈরি হয়। তামিল, হিন্দি, তেলগু, মালায়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে ‘পোন্নিয়িন সেলভান’-এর প্রথম পর্ব। যেখানে নন্দিনী এবং তাঁর মা মন্দাকিনী দেবী, দ্বৈত ভূমিকায় দেখা যাবে ঐশ্বর্যকে। ঐশ্বর্য ছাড়াও দেখা যাবে বিক্রম কার্তি, ত্রিশা কৃষ্ণন, প্রকাশ রাজ, জয়রাম, জয়ম রবি এবং ঐশ্বরিয়া লক্ষ্মীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *