
গোটা নিয়োগ দুর্নীতির মূল মাথাই মানিক, দাবি ইডি-র
24Hrs,Tv ওয়েব ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। মঙ্গলবার রাতভর জিজ্ঞাসাবাদের পর মানিককে গ্রেফতার করেছে ইডি। আদালতের রায়ে ১৪ দিনের জেল হেফাজত হয়েছে মানিকের। আদালতে হেফাজত পাওয়ার পর তাঁকে ঘিরে চলে রাতভর জিজ্ঞাসাবাদ।
এই জিজ্ঞাসাবাদের ফলে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আদালতে মানিক সম্পর্কে এই চাঞ্চল্যকর দাবি করেছে ইডি। তাদের দাবি, গোটা নিয়োগ দুর্নীতির মূল মাথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিকই। ১০ বছর পদে ছিলেন মানিক। ২০১১-র পর মানিকের আমলে ৫৮ হাজারের বেশি নিয়োগ হয়েছে। দুর্নীতির পরিমাণ বোঝাতেই আদালতে এই পরিসংখ্যান তুলে ধরেন ইডি-র আইনজীবী। তিনি জানান, জেনেশুনেই মানিক বেআইনি ভাবে চাকরি দেওয়ার দুর্নীতি করেছেন বলেই দাবি করা হয়। দুর্নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর, নির্দেশও দিতেন। তাঁর পরিবারের সদস্যদের ব্য়াঙ্ক অ্যাকাউন্টেও প্রচুর টাকা জমা রয়েছে।
আদালতে ইডি-র আরও জানায়, গত ২৭ জুলাই মানিকের বাড়ি থেকে যে সমস্ত নথি ও ডিজিটাল তথ্যপ্রমাণ বাজেয়াপ্ত হয়েছে, সেটি পরীক্ষা করে মিলেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিপুল পরিমাণ টাকা নয়ছয় হয়েছে। টাকার বিনিময়ে চাকরি বিক্রির মাথা মানিকই। ঘুষের টাকা একাধিক প্রভাবশালীর কাছে পৌঁছে যায় বলেও দাবি করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। মানিকের বিরুদ্ধে আর্থিক তছরুপে যুক্ত থাকার সরাসরি প্রমাণ মিলেছে বলে জানানো হয়েছে।