
তিস্তার তাণ্ডবে অবরুদ্ধ পথ, সিকিমে বন্দি বহু পর্যটক
24Hrs Tv ওয়েব ডেস্ক : পরিস্থিতি এতটাই জটিল যে, ঠিক কত সংখ্যক পর্যটক সিকিমে আটকে পড়েছেন, তার সঠিক সংখ্যাও এখনও জানা যাচ্ছে না। জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। ফলে ফেরার পথও আপাতত অবরুদ্ধ। পূজো উপলক্ষে সিকিমকে ঘোরার প্রানকেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন অনেকে। বাস,ট্রেন এবং বিমান ভরে বাংলা-সহ দেশের বিভিন্ন অংশ থেকে পর্যটকেরা বেড়াতে যান সিকিমে। প্রতি বার পুজোর মুখে সেই ভিড় আরও বাড়ে। অতিথি নিবাসেও উপচে পড়ছে ভীড়। তিস্তার ধ্বংসলীলায় ঘেরাটোপে সিকিম। বিপদে পর্যটকেরা। জলের তোড়ে সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে বড় বড় বিল্ডিং।
পরিস্থিতি জরিপ করে আগামী ৮ অক্টোবর পর্যন্ত পাকিয়ং, গ্যাংটক, নামচি এবং মঙ্গনের সমস্ত স্কুল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চালু করা হয়েছে একাধিক জরুরি পরিষেবার নম্বর। এই পরিস্থিতিতে ‘এয়ারলিফ্ট’-এর দাবি পর্যটন সংস্থাগুলির। তিস্তায় হড়পা বানের জেরে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিয়ং, গ্যাংটক, নামচি এবং মঙ্গন জেলা। ভেসে গিয়েছে বহু সেতু। তবে ঘোর বিপদের মুখে পর্যটকেরা।