এবার বিজেপিরই পাশে মতুয়ারা? ‘রাজ্য নেতৃত্ব বলবে’,মন্তব্য শান্তনুর

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক :পঞ্চায়েত ভোটের আগে ফের বিজেপির অস্বস্তি বাড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। সূত্রের খবর,আগামী পঞ্চায়েত ভোটে কি বিজেপির পাশে থাকবে মতুয়ারা? প্রশ্নের উত্তরে দলের অস্বস্তি বাড়ালন কেন্দ্রীয় মন্ত্রী ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর । তবে মতুয়া সমর্থন নিয়ে দায় ঠেললেন রাজ্য নেতৃত্বের ঘাড়ে। অন্যদিকে, মতুয়ারা আগামী ভোটে তাদের সমর্থন করবে বলে দাবি করেছে তৃণমূল । পঞ্চায়েত নির্বাচনে মতুয়ারা বিজেপির পাশে থাকবে জানতে চাইলে তিনি বলেছেন, ‘এর উত্তর বিজেপি রাজ্য নেতৃত্বই ভাল দিতে পারবে’। পাল্টা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘মতুয়ারা ঠিক করবে তাঁরা কাকে সমর্থন করবে।’চলতি বছরের শুরুতে নতুন জেলা কমিটি নিয়ে বিজেপির অন্দরে বিদ্রোহের পারদ তুঙ্গে ওঠে। নতুন কমিটিতে মতুয়া সম্প্রদায়ের জনপ্রতিনিধিদের গুরুত্ব না দেওয়ার অভিযোগ ওঠে। ফলে রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন শান্তনু ঠাকুর। সম্প্রতি বিজেপির কর্মসূচিতে তেমনভাবে দেখা যায়নি শান্তনু ঠাকুরকে। তবে রাজ্য বিজেপির কোর কমিটিতে জায়গা পেয়েছেন তিনি।

প্রশাসন সূত্রের খবর, আগামী বছরের ফেব্রুয়ারি বা এপ্রিল মাসে রাজ্যে পঞ্চায়েত ভোট হতে পারে। আর এদিকে, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর বলেছেন, ‘মতুয়ারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন, কারণ এনআরসি,সিএএ নিয়ে যে কথা বলেছিল তা তারা রাখতে পারেনি।’বাংলায় প্রায় ২ কোটি ৮৭ লক্ষ মানুষ নমঃশূদ্র সম্প্রদায়ের। যার বেশির ভাগই মতুয়া। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজ্যের ১০২টি বিধানসভা কেন্দ্রে মতুয়াদের প্রভাব আছে। যার মধ্যে ৩১ টি সংরক্ষিত আসনে কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা নেয় মতুয়া ভোটব্যাঙ্ক। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে নাগরিকত্ব দেওয়ার কথা বলে মতুয়াদের ঢালাও সমর্থন পেয়েছিল বিজেপি। ২০২১-এর বিধানসভা ভোটে বনগাঁর ৭টি আসনের মধ্যে স্বরূপনগর ছাড়া সবকটি আসনেই গেরুয়া ঝড় ওঠে। কিন্তু এবার দেখার, পঞ্চায়েত ভোটে কী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *