হয়ত কিছু একটা হবে ডিসেম্বরে শুভেন্দুর , আস্থা অগ্নিমিত্রার !

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : নানা জল্পনা এই ডেডলাইনকে ঘিরে চলছে । ডিসেম্বরের শেষে কী হতে চলেছে ? রাজ্যের রাজনৈতিক মহলে এই প্রশ্নই আনাগোনা করছে । শাসকদল এটাকে নিছক ফাঁকা আওয়াজ বলছে । গেরুয়া শিবিরের হুঙ্কার, দেখতে থাকুন কী হয়। সূত্রের খবর, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ডেডলাইন ডিসেম্বর নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন । বিভিন্ন সভায় রাজ্য সরকারকে আক্রমণ করে ডিসেম্বর ডেডলাইনের হুঁশিয়ারি দেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

রাজনৈতিক অভিজ্ঞতার উপর ভরসা রাখলেন অগ্নিমিত্রা । তিনি জনান , “আমি একজন সাধারণ কার্যকর্তা। আমাদের শীর্ষ নেতৃত্ব এবং বিরোধী দলনেতা বলছেন। যেভাবে রাজ্য এগোচ্ছে সেখানে ,বেতন দিতে পারছে না,চাকরি দিতে পারছে না, ডিএ দিতে পারছে না। তাতে আমাদের শীর্ষ নেতৃত্ব ও বিরোধী দলনেতা তাঁদের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে এসব কথা বলছেন। আমরা যা শুনছি কিছু একটা হয়ত হবে ডিসেম্বরে।” হয়ত ডিসেম্বরে আরও অনেক চিতা, বাঘ, সিংহী,সিংহ জেলে যাবেন বলে মন্তব্য করেন তিনি । এছাড়াও তিনি আরও বলেন , “মানুষ জানে তৃণমূল চুরি করেছে। আর আমরা তো জানি, চুরি করলে তো জেলে যেতেই হবে।” সূত্রের খবর , এই সঙ্গে রাজ্যকে আক্রমণ করে আসানসোল দক্ষিণের বিধায়ক মন্তব্য করেন , “পঞ্চায়েত ভোট আসছে বোঝাই যাচ্ছে । প্রতিদিনই তো বোমার আওয়াজে আমাদের ঘুম ভাঙে । বাংলার বিভিন্ন প্রান্তে। কখনও নরেন্দ্রপুর, আবার কখনও ভাটপাড়া । ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *