
রাজ্যজুড়ে শুরু হয়েছে হাম ও রুবেলা টিকাকর, কলকাতা প্রেস ক্লাবেও আয়োজিত হল এই কর্মসূচি
২৪ আওয়ার্স টিভি, সৌরভ দত্ত : হাম ও রুবেলার টিকাকরণ আয়োজিত করেছে কলকাতা প্রেস ক্লাব। ইতিমধ্যেই রাজ্যজুড়ে স্কুলে স্কুলে শুরু হয়েছে হাম ও রুবেলার টিকাকরণ। পাশপাশি কলকাতা প্রেস ক্লাবেও শিশুদের হাম ও রুবেলার টিকা দেওয়া হয় এদিন। সোমবার দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত চলে এই টিকাকরণ কর্মসূচি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সহকারী স্বাস্থ্য অধিকর্তা পার্থ দে। রাজ্যজুড়ে মূলত ৯ মাস থেকে ১৫ বছর বয়সীদের দেওয়া হচ্ছে এই হাম ও রুবেলার টিকা। এদিন সহকারী স্বাস্থ্য অধিকর্তা পার্থ দে জানান, “বর্তমানে বায়ুদূষণ, ধুলো এবং কম ভেন্টিলেশনে অভাবের কারণে বেশ কিছু অঞ্চলে হাম, রুবেলার প্রদুর্ভাব দেখা গিয়েছে। আবার কিছু অঞ্চলে এটা মহামারির আকার ধারণ করছে। ভারত সরকার এবং রাজ্য সরকার উভয়ের লক্ষ্য এই মারণ রোগকে দেশ থেকে মুক্ত করা।

কলকাতার প্রায় ১১ লক্ষের পাশাপাশি সারা পশ্চিমবঙ্গে ২৩ কোটি শিশুদের হাম ও রুবেলার টিকা দেওয়ার লক্ষ্য করা হয়েছে।” স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত ৬০ হাজার শিশুকে দেওয়া হয়েছে এই টিকা। ৯ জানুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ১১ ই ফেব্রুয়ারি পর্যন্ত। মাঝে দু বছর বিরতি থাকায় এবার টিকাকরণে গতি আনাতে বিশেষ অভিযান চালানোর ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য দফতর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে পর্যালোচনা করেই নামা হয়েছে এই টিকাকরণ কর্মসূচিতে। স্কুল ছুট এবং ফুটপাতবাসী শিশুরাও যাতে এই টিকা পেতে পারে সেই ব্যবস্থাও করছে স্বাস্থ্য দফতর। টিকাকরণ সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে অভিভাবকরা প্রশ্ন করতে পারেন স্বাস্থ্য দফতরে। যাতে বেশি সংখ্যক শিশুদের টিকা দেওয়া যায় তাই যোগাযোগ করা হয়েছে রাজ্যের সমস্ত স্কুল-কলেজের সঙ্গে।কলকাতা প্রেস ক্লাবে ১২জন শিশু,কিশোর-কিশোরী টিকা গ্রহণ করেছে।