নববধূর সাজে মিমি চক্রবর্তী, কাউকে কিচ্ছু না জানিয়েই বিয়ের পিঁড়িতে

Read Time:2 Minute, 47 Second

24Hrs Tv ওয়েব ডেস্ক : টলি পাড়ার অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী মিমি চক্রবর্তী। একজন ভারতীয় বাঙালি মডেল, অভিনেত্রী, গায়িকা এবং সাংসদ। মিমি টিভি সিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু করে আজ বাংলা সিনেমার অন্যতম জনপ্ৰিয় অভিনেত্রী। এছাড়াও মিমি 2019 এর লোকসভা ভোটে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে সাংসদ নির্বাচিত হন। মিমি অভিনয় জীবন শুরু করার আগে মডেল হিসাবে জীবন শুরু করেন এবং ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। এরপর সে অভিনয় জগতে প্রবেশ করেন বাংলা টিভি সিরিয়াল দিয়ে তারপর বাংলা সিনেমাতে। মিমি তার অভিনয়ের দক্ষতা সিরিয়াল এবং সিনেমাতে দেখিয়ে মানুষের মন জয় করেছেন। তবে এবার বিয়ের সাজে দেখা গেলো তাঁকে , বিয়ে নিয়ে সেরকম কোনোদিন মুখ খোলেননি তিনি।

মাঝে-মধ্যে সাংসদ-অভিনেত্রীকে ট্রোলের মুখে পড়তে হয়। অভিনেত্রীকে বিয়ে প্রেম এসব নিয়ে কম চর্চার মুখে পড়তে হয় না। কাউকে কিচ্ছু না জানিয়েই করে ফেললেন বিয়ে? রীতিমতো চমকে উঠলেন সকলে। নুসরত জাহান বিয়ে করেছেন, বিবাহিত শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। মিমি চক্রবর্তী কবে বিয়ে করবেন তা নিয়ে জল্পনা সব মহলে। বুধবার দুপুরেই কি অবশেষে বোমা ফাটালেন মিমি? কাউকে কিচ্ছু না জানিয়েই করে ফেললেন বিয়ে? রীতিমতো চমকে উঠলেন সকলে। যদিও সত্যিটা জানা গেল কিছু সময় পর। হাতে শাঁখা-পলা, পরনে বেনারসী শাড়ি নববধূর সাজে এক ছবি শেয়ার করেছিলেন মিমি। ক্যাপশনে তিনি কিছু লেখেননি। আর সেই কারণেই তা নিয়ে ওই ছবিটি নিয়ে আরও বেশি বিভ্রান্তির সৃষ্টি হয়। যদিও কিছু সময় পরেই ভুল ভাঙে সকলের। এর কিছু ক্ষণ পরেই একটি ভিডিয়ো শেয়ার করেন মিমি। যাতেই স্পষ্ট হয়, বিয়ে নয়, বরং এক গয়নার বিজ্ঞাপনের জন্যই কনে সেজেছিলেন তিনি। সত্যিকারের বিয়ে তিনি কবে করবেন এই নিয়ে কথা বলতে দেখা যায় নি তাঁকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *