
সমবায়ের নথি জালে মন্ত্রীপুত্র সুপ্রকাশ গিরি !
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : সুপ্রকাশ গিরি সমবায় কৃষি উন্নয়ন সমিতির চেয়ারম্যান । কিন্তু তিনি কৃষক কিংবা এলাকার বাসিন্দা নয় । এখন প্রশ্ন উঠছে , তাহলে তিনি কীভাবে কৃষি উন্নয়ন সমিতির চেয়ারম্যান হলেন ? এখন হাইকোর্টে এই মামলা বিচারাধীন। মঙ্গলবারে বিচারপতি রাজাশেখর মান্থা এই মামলায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছেন । এর মধ্যে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ রামনগর ১ নম্বর ব্লকের দুবলাবাড়ি টেংরামারি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নথি জাল করার অভিযোগে সমবায় ম্যানেজার শশবিন্দু দে’র বিরুদ্ধে মামলা শুরু করেছে । তবে অভিযোগকারী কাঁথি দেশপ্রাণ ব্লকের পাঁচগেছিয়ার বাসিন্দার শেখ মুক্তার আলি কলকাতা হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে তদন্তে গড়িমসির অভিযোগ তুলে দ্বারস্থ হয়েছিলেন ।
সূত্রের খবর , তাঁর অভিযোগ ছিল, নথি জালিয়াতি করে বহিরাগত সুপ্রকাশ গিরি । তাঁকে সমবায়ের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে । রাজ্যের জনৈক বিধায়কের ছেলে সুপ্রকাশ গিরি । তিনি মন্ত্রী-পুত্র হওয়ার ফলে পুলিশ তাঁকে রক্ষা করার চেষ্টা চালাচ্ছে । নথি জালিয়াতির সমস্ত প্রমাণ তাঁর মোবাইলে রয়েছে । এই সূত্র ধরে অভিযোগকারী আদালতের কাছে অভিযোগ জানিয়েছিলেন । যার শুনানিতে আদালত পুলিশকে অভিযোগকারীর সংশ্লিষ্ট মোবাইল ফরেনসিক ল্যাবরোটরিতে পরীক্ষা করার নির্দেশ দিয়েছে। তবে পুলিশি নিষ্ক্রিয়তা- সহ অন্যান্য অভিযোগের সত্যতা মেলেনি । পরবর্তীতে মামলাতে অন্য কারোর যোগসূত্রের প্রমাণ মিললে আদালত তার নাম মামলায় নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে পুলিশকে ।
সূত্রের খবর , পুলিশকে আগামী ৩ মাসের মধ্যে ফরেন্সিক রিপোর্ট- সহ তদন্ত রিপোর্ট পেশ করতে বলা হয়েছে । আদালতের এই নির্দেশের জেরে মন্ত্রীপুত্র সুপ্রকাশ গিরি জানান , “যা হয়েছে সমবায় আইন মেনেই হয়েছে। আইন বহির্ভূত কোনও কাজ আমরা করি না। কিন্তু সুপ্রকাশ গিরি মন্তব্য করেছেন , মহামান্য কলকাতা হাই কোর্টের নির্দেশকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে । আরও বিষয়কে হাতিয়ার করে তার নাম কালিমালিপ্ত করার অপচেষ্টা করছে অন্তরাল থেকে বেশ কিছু মানুষ তবে সময় তার উত্তর দেবে।” সূত্রের খবর, মামলাকারী মন্তব্য করেছে , সমবায় আইন অনুযায়ী সমবায় যে এলাকার, সেই এলাকার কিংবা পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা হলে তবেই সমবায়ের সদস্য হওয়া যায়। এছাড়াও তারা জানায় , কৃষি সমবায়ের সদস্য হতে হলে আগে তাঁকে কৃষক হতে হবে । অর্থাৎ কৃষক ছাড়া আর কেউ কৃষি সমবায়ের সদস্য হতে পারেন না। কিন্তু সুপ্রকাশ কাঁথি শহরের বাসিন্দা নন, এমনকি পেশায় কৃষকও নন। তাহলে তিনি কীভাবে ওই পদে এলেন ?