‘নিখোঁজ’ পোস্টারে ছবি বিধায়ক কাঞ্চনের, সরগরম মিডিয়া

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ হুগলির উত্তরপাড়ার বিভিন্ন প্রান্ত ভরেছে তৃণমূল বিধায়কের ‘নিখোঁজ’পোস্টারে। এনিয়ে চাপানউতোর শুরু রাজনৈতিকমহলে।
শনিবার সকালে উত্তরপাড়ার কোতরং এলাকায় কাঞ্চন মল্লিকের নাম এবং ছবি দেওয়া পোস্টার দেখতে পাওয়া যায়। ‘নিখোঁজ’ লেখার ঠিক নিচের দিকে লেখা রয়েছে ‘উত্তরপাড়ার নিখোঁজ’পোস্টারে বিধায়ক কাঞ্চন মল্লিকের সন্ধান চাই’। গোটা এলাকায় এই পোস্টারের কথা নিমেষেই ছড়িয়ে পড়ে।
পোস্টারের কথা ছড়িয়ে পড়ামাত্রই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল বিধায়কের ‘নিখোঁজ’পোস্টারকে হাতিয়ার করে শাসকদলকে বিঁধতে শুরু করেন স্থানীয় বিজেপি নেতারা। উত্তরপাড়ার বিজেপি নেতা সঞ্জয় বণিকের দাবি, নির্বাচনের পর থেকে আর কখনও এলাকাবাসী কাঞ্চনকে প্রয়োজনে পাশে পাননি। সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশই এই পোস্টার। এহেন পোস্টারের কথা শোনার পর ফেসবুক লাইভ করে স্বয়ং কাঞ্চন জানান তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, “কিছুক্ষণ আগে উত্তরপাড়ায় বিধায়কের কার্যালয়ে বসেছিলাম। সংবাদমাধ্যমের ফোন আসার পর নিখোঁজ পোস্টারের কথা জানতে পারি। কে বা কারা জোর করে নিখোঁজ দিচ্ছেন জানি না। জোর করে কেন নিখোঁজ করে দিচ্ছেন? বিধায়ক হিসাবে আমি সকলের পাশে থাকার চেষ্টা করি। কালো চশমা পরে ঘুরে বেড়ালে আমার কিছু করার নেই। আমার হাতে মিস্টার ইন্ডিয়ার ঘড়ি নেই। দুমদাম উধাও হতে পারি না। আমি আছি, ছিলাম, থাকব। যদি দরকার হয় বিধায়কের অফিসে আসুন। জোর করে নিখোঁজ করে দেবেন না প্লিজ।” তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “এভাবে এক বাক্যে কারও সমালোচনা করা যায় না। ১০০টা ফোন ধরার পর ১০১ নম্বরটা না ধরলেও লোকে বলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *