
কার্গিলে দীপাবলি উদযাপন সেনাবাহিনীর সঙ্গে মোদির, টুইটে শুভেচ্ছা মমতার
24HrsTv, ওয়েব ডেস্কঃ আলোর উৎসব মানেই দীপাবলি। এই দিনে দেশবাশীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীপাবলির পাশাপাশি কালীপুজোর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাষ্ট্রপতি টুইট করে লেখেন, “দেশের সমস্ত নাগরিককে জানাই দিওয়ালির আন্তরিক শুভেচ্ছা। আসুন আলো ও আনন্দের এই পবিত্র উৎসবে আমরা জ্ঞান ও শক্তির প্রদীপ জ্বালিয়ে অসহায় মানুষদের জীবন আনন্দে ভরিয়ে দেওয়ার চেষ্টা করি। উৎসবে এই সময়ে সকল দেশবাসীর জীবনে সুখ-সমৃদ্ধি কামনা করছি।” এদিন সকালেই দেশের সৈনিকদের সঙ্গে দিওয়ালি পালন করতে কারগিল পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি জানান, ভারতীয় সেনার শৌর্য অসীম। দ্রাস, কারগিল, বাটালিক দেশের এই শৌর্যের স্মারক। প্রধানমন্ত্রী জানান সেনাবাহিনীর জন্যই দেশ সুরক্ষিত। দুর্নীতিগ্রস্তদের রেয়াত করা হবে না বলেও মন্তব্য করেন তিনি। দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে মোদি টুইট করেন, “আলো এবং আলোর রোশনাইয়ের সঙ্গে জড়িত দিওয়ালি। এই শুভ উৎসব আমাদের জীবনে আনন্দ ও মঙ্গলের চেতনাকে আরও বাড়িয়ে তুলুক।
কালিপুজোর পাশাপাশি দীপাবলির শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মা কালী যেন আমাদের সমস্ত দুষ্টশক্তির বিরুদ্ধে লড়াই করার শক্তি দেন। উৎসবের আলো আমাদের জীবন থেকে সমস্ত অন্ধকার দূর করে খুশি ও আনন্দে ভরিয়ে দিক এই প্রার্থনা করছি।”