
গুজরাতে ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনে মোদি
24 HrsTv, ওয়েব ডেস্ক : এবছর দীপাবলিতে ভারতীয় সেনার সঙ্গে উৎসবে মাতবেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে পৌঁছানোর আগে যাবেন কেদার-বদ্রী দর্শনে। এদিকে দীপাবলির কর্মসূচিতে ১৯ তারিখ গুজরাটে পৌঁছে গিয়েছেন মোদি। বুধবার গান্ধীনগরে ‘ডেফ এক্সপো ২০২২’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ‘৫২ উইং এয়ার ফোর্স স্টেশন’,‘দিশা’র, যা পাকিস্তান সীমান্তে দেশের বৃহত্তম বায়ুসেনা ঘাঁটি হয়ে উঠতে চলেছে। এমনটাই জানা গিয়েছে।
সূত্রের খবর গুজরাটের সীমান্ত এলাকা বনসকাঁথায় তৈরি হবে দেশের বৃহত্তম বায়ুসেনা ঘাঁটি,‘৫২ উইং এয়ার ফোর্স ষ্টেশন’,‘দিশা’। আনুমানিক খরচ হবে ১ হাজার কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্র থেকে জানা গিয়েছে, বায়ুসেনার পাশাপাশি নৌসেনাও এই ঘাঁটি কাজে লাগাবে। সেইমতো ‘দিশা’র কাজ শেষ হবে আগামী ২১ মাসের মধ্যে, এদিন ভার্চুয়ালি যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২ অক্টোবর পর্যন্ত গান্ধীনগরের ১২ তম ডেফ এক্সপো চলবে। এবছরের থিম ‘পাথ টু প্রাইড’ বা গর্বের পথ।
আরও জানা গিয়েছে, ২১ অক্টোবর কেদারনাথে পৌঁছবেন মোদি। সেখানে পুজো দেবেন। পাশাপাশি কেদারনাথ প্রকল্পের কাজ পরিদর্শন করবেন। সেদিনই যাবেন বদ্রীনাথ মন্দির দর্শনে। তিনি বদ্রীনাথ মাস্টার প্ল্যানের কাজ ঘুরে দেখবেন। তবে ২৪ অক্টোবর প্রতিবারের মতো দীপাবলি উৎসব উপভোগ করবেন ভারতীয় সেনার সঙ্গে। প্রধানমন্ত্রী সফরের প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন ইতিমধ্যেই।