
বাংলায় রেশন দুর্নীতির মধ্য়েই আগামী পাঁচ বছর সাধারণ মানুষের রেশন বিনামূল্য়ে ‘ঘোষণা’ মোদির
24Hrs Tv ওয়েব ডেস্ক: ঋতুপর্ণা পাত্র : বাংলায় যখন প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলায় ইডি হেফাজতে ঠিক সেই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ঘোষণা করেন আগামী ৫ বছর দেশের ৮০ কোটি দারিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড়ে গিয়েছিলেন বিধানসভা ভোটের প্রচার করতে। সেখান থেকেই লোকসভা ভোটের প্রচারও শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছত্তিশগড়ের সভা থেকেই মোদি ঘোষণা করে দিলেন, আগামী পাঁচ বছরও বিনামূল্যে রেশন পাবেন ৮০ কোটি ভারতবাসী। শনিবার ছত্তিশগড়ের দুর্গের এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন ”আমি ঠিক করেছি বিজেপি সরকার দেশের ৮০ কোটির বেশি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্পের সময়সীমা আরও ৫ বছর বাড়িয়ে দেবে।”
তিনি আরও বলেন যে, ”মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ সব সময় আমাকে পবিত্র সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়।” মোদির ঘোষণার অর্থ, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা যা কিনা কোভিড পরবর্তী সময়ে দেশবাসীকে আর্থিকভাবে স্বস্তি দেওয়ার জন্য শুরু হয়েছিল, সেটা চলবে ২০২৯ সাল পর্যন্ত। এই প্রকল্পটিতে দেশের ৮০ কোটি দরিদ্র মানুষকে প্রতি মাসে ৫ কেজি গম বা চাল এবং ১ কেজি পছন্দের ডাল বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এছাড়াও প্রকল্পের আওতাধীন উপভোক্তাদের প্রতি মাসে প্রতি পরিবারকে ১ কেজি বিনামূল্যে গোটা ছোলা দেওয়া হয়।