
মোদির ৭১ হাজার বেকারকে নিয়োগপত্রের দাবি
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে গুজরাতে ভোটের মুখে ডবল ইঞ্জিন সরকারের জয়জয়কার। বিজেপির সরকার আছে বলেই কেন্দ্রে এবং রাজ্যে রোজগার মেলার মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। আর পাঁচটা বিধানসভা নির্বাচনের মতো গুজরাত নির্বাচনেও ‘ডবল ইঞ্জিন’সরকার তত্ত্বকে সামনে রেখে এগোতে চাইছে বিজেপি, এমনই জানা গিয়েছে।
এরাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়‘জব ফেয়ারে’র আয়োজন করেছিলেন। গত ২২ শে অক্টোবর দিল্লিতে মোদি ‘রোজগার মেলা’র আয়োজন করেন, সূত্রের খবর। চাকরির নিয়োগপত্র দেওয়া হয় ৭৫ হাজার চাকরিপ্রার্থীকে। প্রধানমন্ত্রী সেই রোজগার মেলার সূচনা দাবি জানান, আগামী এক বছরে সরকার ১০ লক্ষ কর্মসংস্থানের টার্গেট নিয়েছে সরকার।
মঙ্গলবার সেটাকেই হাতিয়ার প্রধানমন্ত্রীর। এদিন মোদি রোজগার মেলার দ্বিতীয় স্তরে আরও প্রায় ৭১ হাজার জনকে সরকারি চাকরির নিয়োগপত্র দেন। তিনি বলেন, “এটাই ডবল ইঞ্জিন সরকারের ডবল সুবিধা। এবার থেকে আমরা নিয়মিতভাবে ধীরে ধীরে এভাবে নিয়োপত্র দেব।” এদিন মোদি বুঝিয়ে দিলেন, রাজ্য সরকার সহযোগিতা করছে বলেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে দ্রুত কর্মীদের নিয়োগপত্র দেওয়া যাচ্ছে, এমনই খবর।
আজও বিরোধীদের দু’কোটি চাকরির প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ শুনতে হয় তাঁকে। সেসব কটাক্ষের জবাব দিতেই এবার মাঠে নামছেন মোদি। ‘রোজগার মেলা’কে ভোটে মোদির হাতিয়ার বলে মনে করছেন অনেকেই।