করোনা আবহে ৯৩০০-রও বেশি শিশু অনাথ এই দেশে

Read Time:3 Minute

মঙ্গলবার সুপ্রিম কোর্টে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন জানিয়েছেন দেশে করোনা কালে এখনও পর্যন্ত ৯৩০০-রও বেশি শিশু অনাথ, অভিভাবকহীন হয়ে পড়েছে। শীর্ষ আদালতে জমা দেওয়া হলফনামায় কমিশন জানিয়েছে, ইতিমধ্যেই করোনার জেরে অনাথ বা অভিভাবকহীন হয়ে পড়া শিশুদের পুনর্বাসন ও সার্বিক সুস্থতার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। করোনায় অনাথ-অভিভাবকহীন হয়ে পড়া শিশুদের নাম নথিভুক্ত করতে ‘বাল স্বরাজ’ নামে একটি পোর্টাল চালু করে কেন্দ্রীয় সরকার।

শীর্ষ আদালতে মঙ্গলবার জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন হলফনামায় কমিশন জানিয়েছে, ‘বাল স্বরাজ’ পোর্টালে এখনও পর্যন্ত ৯ হাজার ৩৪৬ শিশুর নাম আপলোড করা হয়েছে। এদের মধ্যে করোনায় বাবা-মাকে হারিয়েছে ১ হাজার ৭৪২ শিশু। বাবা ও মায়ের মধ্যে একজনকে হারিয়েছে এমন শিশুর সংখ্যা ৭ হাজার ৪৬৪। এছাড়াও আরও ১৪০ জন শিশু করোনার জেরে অন্য অভিভাবকদের হারিয়ে অসহায় হয়ে পড়েছে। গত ২৯ মে পর্যন্ত এই তথ্য মিলেছে বলে আদালতে জানিয়েছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন।

বাল স্বরাজ পোর্টালে নাম নতিভুক্ত হওয়া এই সব শিশুদের মধ্যে বর্তমানে ১ হাজার ২২৪ জন কোনও না কোনও অভিভাবকের কাছে থাকছে। ৯৮৫ জন শিশু এমন কারও কাছে রয়েছে যার সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্কও নেই। ৬ হাজার ৬১২ জন শিশু বর্তমানে হয় তার মা অথবা বাবার কাছে রয়েছে। এখনও পর্যন্ত ৩১ জনকে শিশুদের দেখভাল করে এমন সংস্থার কাছে পাঠানো হয়েছে।

এই সকল শিশুদের ভবিষ্যত্‍ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে অনাথ শিশুদের দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। শীর্ষ আদালতের সেই পরামর্শ মেনে কেন্দ্র জানিয়েছে, করোনায় যে সব শিশুর বাবা-মা দু’জনেরই মৃত্যু হয়েছে, তাদের ১৮ বছর বয়স হলেই পরের পাঁচ বছর পর্যন্ত তারা মাসিক ভাতা পাবে। ২৩ বছর বয়স হলে তারা এককালীন ১০ লক্ষ টাকা পাবে। ১৮ বছর বয়স পর্যন্ত তারা কেন্দ্রের আয়ুষ্মানন ভারত প্রকল্পের আওতায় পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমার সুযোগ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *