চব্বিশের লোকসভা নির্বাচনে নিয়ে ভবিষ্যদ্বাণী মুকুলের !

Read Time:2 Minute

24 HrsTv, ওয়েব ডেস্ক : তিনি পোড় খাওয়া রাজনীতিবিদ। একটা সময় নিজের হাতে তৃণমূলের ভোটের নৌকা সফলতার সাথে পার করেছেন। তাকে বলা হতো তৃণমূলের ‘চানক্য’। কিন্তু অসুস্থতার জেরে এখন তিনি প্রত্যক্ষ রাজনীতি থেকে বহু দূরে। সাংবাদিক সম্মেলন বা মিটিং – মিছিল, কোথাওই আর তেমন ভাবে দেখা যায়না মুকুল রায়কে। কিন্তু দেশ – দুনিয়ার রাজনীতির খবর সম্পর্কে তিনি কিন্তু বেশ ওয়াকিবহাল।

গত মঙ্গলবার সল্টলেকের বাড়িতে বসেই মুকুল বলেন,” রাজনীতির ছাত্র আমি। বহু ওঠা – পড়া দেখেছি। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি, আগামী নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। “আচ্ছে দিনের” স্বপ্ন দেখিয়ে ২০১৯ এ বিজেপি ৩০৩ টি আসনে জয় লাভ করতে পেরেছিল। কিন্তু তারপর সাধারণ মানুষের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে। সেখান থেকে দেখলে আমি বলতে পারি ২০২৪ এ বিজেপির ১০০ আসন কমবে।”

মুকুলের এই বক্তব্যের পর ফের সৃষ্টি হয়েছে বিতর্কের। বর্তমানে মুকুল রায় খাতায়-কলমে বিজেপির বিধায়ক। অন্যদিকে, ২০২১ সালের ১১ জুন সপুত্র বিজেপি থেকে ফিরে যান তৃণমূলে। কিন্তু তারপর থেকে শারীরিক সমস্যার কারণে দূরে রয়েছেন রাজনীতির ময়দান থেকে। এখন আর সেই ভাবে তাকে দেখা যায় না কোন সভা বা মিছিলে।

এই মুহূর্তে তার শরীরকে সুস্থ করাই প্রথম লক্ষ্য। আগামী পঞ্চায়েত ভোট সম্পর্কে বলতে গিয়ে এদিন মুকুল রায় বলেন, বিরোধীরা বিভিন্ন বিষয় নিয়ে তৃণমূলকে নিশানা করলেও এর প্রভাব ভোট বাক্সে পড়বে না। সাধারণ মানুষ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের পাশে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *