সিউড়ির সমবায় ব্যাঙ্কে একাধিক ভুয়ো অ্যাকাউন্ট !

Read Time:3 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : সিউড়ির সমবায় ব্যাঙ্কে বেনামি অ্যাকাউন্টের হদিশ মিলল । সিউড়ির সমবায় ব্যাঙ্কে ১৭৭টি বেনামি অ্যাকাউন্টের হদিশ । অ্যাকাউন্টগুলির মাধ্যমে ১০ কোটিরও বেশি কালো টাকা সাদা করা হয়েছে এমনটাই দাবি সিবিআইয়ের । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি,বেশিরভাগ অ্যাকাউন্ট হোল্ডারই পেশায় চাষি !এই কাজ হল কার নির্দেশে দিনের পর দিন করা হল ? কারা খুলল ১৭৭টি অ্যাকাউন্ট? এই ব্যাঙ্কে ভুয়ো অ্যাকাউন্টের তদন্ত করছে সিবিআই ।

উল্লেখ্য , যাদের নামে এই অ্যাকাউন্ট তাঁদের অ্যাকাউন্টেই না কি ৫০ থেকে ৬০ লক্ষ টাকার লেনদেন হয়েছে ।১৬০টি অ্যাকাউন্টের মধ্যে শুধু ৫৪ টি অ্যাকাউন্টেই মিলেছে ৪ কোটি টাকার লেনদেনের হদিশ। বিভিন্ন ব্যক্তির নামে অ্যাকাউন্ট থাকলেও সিবিআইয়ের অনুমান, ফর্মে যে সই রয়েছে তা একজনেরই।যাদের নামে অ্যাকাউন্ট রয়েছে তারা এই অ্যাকাউন্টের কথাই জানেনা। তাঁদের অজান্তেই এই অ্যাকাউন্ট খোলা হয়েছে ।

সিবিআই সূত্রে খবর, গরিব মানুষের কাছে অল্প দামে নগদে ধান কিনে চালকলে চাল করে খাদ্য দফতরের কাছে পাঠানো হয়েছে। বিক্রিমূল্য হিসেবে পাওয়া চেক এই সব বেনামি অ্যাকাউন্টে জমা করা হয়েছে। সিবিআই সেই উত্তর খুঁজতে আজ নিজাম প্য়ালেসে ব্যাঙ্ক ম্যানেজারকে তলব করেছে ।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আরও দাবি,ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রায় ১০ কোটি কালো টাকা সাদা করা হয়েছে ।কিন্তু যাঁদের নামে অ্য়াকাউন্ট তাঁরা নিজেরাই কিছু জানেনই না। সূত্রের খবর, সিউড়ির ব্যাঙ্কে সুন্দরী বসাকীর নামে অ্যাকাউন্ট রয়েছে । অ্যাকাউন্ট খোলার জন্য ফর্মে সই করেছেন তিনি নিজেই। কিন্তু তিনি তা জানেনই না। তাঁর দাবি, তিনি সই করতেই পারেন না। তাহলে কে সই করল ফর্মে? সুন্দরী বসাকী পেশায় চাষের কাজ করেন। সিউড়ির সমবায় ব্যাঙ্কের একাধিক ভুয়ো অ্যাকাউন্টের জেরে রাজ্য রাজনীতি উত্তপ্ত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *