
নদিয়ার টিএমসি নেতা খুনে ধৃত ১
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ ৪৮ ঘণ্টার মধ্য়ে নদিয়ার তৃণমূল নেতা খুনের ঘটনায় পুলিশের জালে এক। শনিবার আদালতে পাঠানো হয়েছে ধৃতকে। শুক্রবার সন্দেহভাজনদের খোঁজে রাতভর তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চলাকালীন নদিয়ার থানারপাড়া এলাকা থেকে অভিযুক্ত দুজনকে আটক করা হয়। ইসরাফিল শেখ ও সাহেব শেখ নামে দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাদের জেরা করা হয় দফায়-দফায়। শনিবার বহরমপুর আদালতে ইসরাফিল শেখকে পাঠায় নওদা থানার পুলিশ। এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অপরজনকে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় নওদা থেকে বাড়ি যাওয়ার পথে খুন হন করিমপুর ২ নম্বর অঞ্চলের সংখ্যালঘু সেলের তৃণমূল সভাপতি মতিরুল ইসলাম। তাঁর স্ত্রী নারায়ণপুর ২ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। সূত্রের খবর, আমতলা মিশনে থাকে দম্পতির ছেলে। তাঁকে দেখতে মুর্শিদাবাদে গিয়েছিলেন মতিরুল। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যেয় সেখান থেকে ফিরছিলেন। টিয়াকাটা ফেরিঘাটে ওই তৃণমূল নেতার উপর চড়াও হয় দুষ্কৃতীরা, এমনই অভিযোগ। মতিরুলকে লক্ষ্য করে বোমাবাজি ও কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মতিরুল। তদন্তে নেমে একজনকে গ্রেফতার করল নওদা থানার পুলিশ।
ইতিমধ্যেই খুনের নেপথ্যে উঠে এসেছে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব। নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক ঘনিষ্ঠ পিঙ্কু মণ্ডল, রাজ কুমার ও মুর্শিদাবাদের সাংসদ আবু তাহেরের ভাগ্নের যোগ রয়েছে গোটা ঘটনায়, এমনই খবর। পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহেরের ভাগ্নে-সহ মোট ১০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী জানান, মুর্শিদাবাদ জেলা পুলিশের উপর হাবিবের প্রভাব রয়েছে। ফলে তাঁরা তদন্ত করলে ন্যায় বিচার মিলবে না। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করে একজনকে গ্রেফতার করল।