জল্পনার অবসান! সামান্থাকে ভুলে দ্বিতীয় বারের মত বাগদান সারলেন অভিনেতা নাগা চৈতন্য

Desk: অনুরাগিদের মধ্যে বেশ কিছু মাস ধরে নাগা চৈতন্যের সাথে অভিনেত্রী শোভিতা এর সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল, অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে অভিনেতা তার বাগদান সারলেন । সামান্থা প্রভুর সঙ্গে বিচ্ছেদের পর থেকে নিজেকে একটু আড়ালে রাখতেন অভিনেতা তাই বাগদানের আগে নিজের সম্পর্ক নিয়ে কখনই সামনা সামনি আসেননি ।

৮ ই আগস্ট বৃহস্পতিবার সকালে আংটি বদলের কিছুক্ষন পরেই দম্পত্তির খুসির মুহূর্তের ছবি পোস্ট করেন নাগারজুন । ছেলের প্রথম স্ত্রী কে নিয়ে মনক্ষুন্ন থাকলেও শোভিতা কে স্বাগত জানিয়ে তিনি লিখেছেন ” ‘ভীষণ খুশি হয়ে জানাচ্ছি, আজ আমার পুত্র নাগা চৈতন্য আর আর শোভিতা ধূলিপালা সকাল ৯টা ২৪ মিনিটে বাগদান সেরেছে। শোভিতাকে আমাদের পরিবারে স্বাগত। ওরা একজন সুখী দম্পতি হিসেবে জীবন কাটাক। ভগবান ওদের আশীর্বাদ করুন’। বাগদানে একেবারেই চাকচিক্যের ছাপ নেই , সাদা মাটা হালকা গোলাপি প্যাস্টেল শাড়ী সাথে অশোক ফুলের গাজরা তে অপূর্ব মিষ্টি লাগছে শোভিতাকে । নাগা চৈতন্য তার সাদা পাঞ্জাবির মধ্যে দিয়ে যেন শান্তির বার্তা প্রদান করছে ।

প্রসঙ্গত , বন্ধু-প্রেমিক সামান্থা প্রভুর সাথে চার বছরের বিবাহের বিচ্ছেদ ঘটে ২০২১ সালে । মাত্র চার বছরের সম্পর্কের মধ্যেই একাধিক জটিলতা দেখা যায় এমনকি শোভিতার সঙ্গে সম্পর্কের আভাস তখন থেকেই । তবে বাগদানের আগে পর্যন্ত নাগা এবং শোভিতা কেউই মুখ খোলেননি তাদের সম্পর্ক নিয়ে । ‘মেজর’ ছবির প্রচারের সময় হায়দারাবাদে নাগার বাড়িতে প্রথম তাদের একসাথে দেখা যায় ,এমনকি এও শোনা যায় অভিনেত্রী তার জন্মদিন পালন করেছিলেন নাগা এবং কিছু বন্ধু বান্ধব্দের সঙ্গে । সেই পার্টিতেই একে অপরের প্রেমে পরেছিল বলে ধারনা । তারা কখনও একসাথে ছবি প্রকাশ না করলেও ইউরোপ ট্যুরের পর থেকেই জল্পনায় গতি আসে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *