ফের অস্ত্র উদ্ধার করল নানুর থানার পুলিশ !

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : ফের নানুর থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হল । সূত্রের খবর , যদিও এই অস্ত্রের খবর আগে থেকেই নানুর থানার পুলিশের কাছে ছিল । তদন্তকারীরা ঠিক সময়ে তল্লাশি তালিয়েছিলেন । গৃহকর্তা ঘরের দরজা খুলে দেন এবং ঘর তল্লাশি করছিলেন। সূত্রের খবর , তাঁদের সন্দেহ হয় অস্ত্র খাটের নীচেই থাকতে পারে । বিছানার চাদর তুলতেই বিপুল পরিমাণে অস্ত্র চোখে পড়ে খাটের নীচে। এই ঘটনার জেরে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । সেই ধৃতের নাম জেরমান শেখ। পঞ্চায়েত ভোটের আগে একের পর এক নানুরে বিপুল পরিমাণের অস্ত্র উদ্ধার করল নানুর থানার পুলিশ ।

পুলিশ সূত্রে খবর , গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভোর নাগাদ নানুরের বেনেরা গ্রামের জেরমান শেখের বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। তাঁর বাড়ির বিভিন্ন ঘরে তল্লাশি করা হয় । যদিও পুলিশের কাছে খবর ছিল, ওই ব্যক্তি বাড়িতে অস্ত্র মজুত করেছিলেন। ফলে তাঁকে প্রথমে জিজ্ঞাসাবাদ করার পর তাঁর কথায় অসঙ্গতি পাওয়ায় , তাঁর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ । পুলিশ সূত্রে খবর , গত এপ্রিল মাসে অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর কাছে থেকে মোট ৫ টা আগ্নেয়াস্ত্র ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে সোমবার বোলপুর মহকুমা আদালতে তোলা হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে বারবার নানুর থেকে বোমা ও অস্ত্র উদ্ধার হয়েছে। ফের বিপুল পরিমাণ বোমা-অস্ত্র উদ্ধারকাণ্ডে চিন্তিত প্রশাসন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *