ফের পুলিশি হেফাজত নৌশাদের , ৬ দিন থাকবেন লেদার কমপ্লেক্স থানায়

Read Time:1 Minute

২৪ আওয়ার্স টিভি, সৌরভ দত্ত: ফের জেল হেফাজত আইএসএস এর একমাত্র বিধায়ক নৌশাদ সিদ্দিকীর।
শুক্রবার তাঁকে বারুইপুর আদালতে তোলা হলে আগামী ৬ দিনের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। এই কয়েকদিন কলকাতার লেদার কমপ্লেক্স থানায় থাকবেন বিধায়ক অন্যদিকে জেলা হেফাজতের মেয়াদ নিয়ে নৌশাদ জানাচ্ছেন, তাঁকে পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক কারণে আটকে রাখা হচ্ছে।

উল্লেখ্য গত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রে নৌশাদ সিদ্দিকী। ধর্মতলায় পুলিশের সঙ্গে বচসা এবং উত্তপ্ত পরিস্থিতির জন্য নওশাদ সহ আইএসএফ এর ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। নওশাদের মুক্তির দাবিতে পথে নেমেছিল আইএসএফ। তবে এখনও জেলেই রয়েছেন বিধায়ক। বৃহস্পতিবার নৌশাদের পুলিশি হেফাজতের আর্জি জানানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *