
ট্রান্স নারীর চরিত্রে নওয়াজউদ্দিন
এক ট্রান্স নারীর চরিত্রে এবার দেখা যেতে চলেছে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। তার আপকামিং ছবি ‘হাড্ডি’ তে ট্রান্স নারীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। পরনে লাল শাড়ি। কপালে লাল টিপ। পরিপাটি করে চুল বাঁধা। গলায় কুন্দনের সেট। এমন সাজেই দেখা গেল নওয়াজউদ্দিন সিদ্দিকীকে।
হাড্ডি ছবির জন্য সত্যিই ভীষণ পরিশ্রম করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। চরিত্র ফুটিয়ে তোলার জন্য ট্রান্স মহিলাদের মিশেছেন দীর্ঘদিন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, “২০-২৫ জন রূপান্তরকামীর সঙ্গে মিশেছি। তাঁদের জীবন কেমন সেটা কাছ থেকে দেখেছি। হাড্ডি সিনেমার জন্য আমাকে ট্রান্স মহিলা হয়ে উঠতে হত। তাই তাঁদের জীবনকে প্রত্যক্ষ করা জরুরি ছিল।” সোশাল মিডিয়ায় নিজের লুক শেয়ার করেছেন অভিনেতা। যা দেখে চমকে গিয়েছেন অনেকেই। ছবির লুক শেয়ার করে নওয়াজউদ্দিন লিখলেন, “গিরফতার তেরি আঁখো মে ডুবে যা তবে হ্যায় হাম। জিনা নহি হ্যায় ফির ভি জিয়ে যা রহে হ্যায় হাম।” ওই পোস্টের মাধ্যমে হাজার হাজার নেটিজেনের মন জিতে নিয়েছেন নওয়াজউদ্দিন।