
বিচ্ছেদের গুঞ্জন কাটিয়ে এবার একসাথে নীল তৃণা
24 Hrs Tv ওয়েব ডেস্ক : এতদিন ধরে কান পাতলেই শোনা গিয়েছে নীল ভট্টাচার্য ও তৃণা সাহার বিয়ে ভাঙার খবর। বিয়ের দু’বছর পার করলেন তাঁরা। দোলের আগে আবারও একসঙ্গে ধরা দিলেন তাঁরা। রঙের উৎসবেই কি এক হলেন তাঁরা? কয়েক মাস আগে তাঁদের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হয়েছিল নানা রকম গুঞ্জন। তাঁদের বহু বছরের সম্পর্কে নাকি ফাটল ধরেছে। টলিপাড়ার এক অন্যতম জুটি তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য। অনেক দিন তাঁদের একসঙ্গে দেখেননি দর্শক। তবে কি রঙের উৎসবেই কি এক হলেন তাঁরা? এরই মধ্যে চলে গেলো তাঁদের বিয়ের দিন। বিয়ের দু’বছর পার করলেন তাঁরা। যদিও বিবাহবার্ষিকীতে কাছে ছিলেন না তাঁরা। রয়েছেন অন্য প্রান্তে। নীল এই মুহূর্তে দুবাইয়ে। অন্যদিকে তৃণা ব্যস্ত তাঁর নতুন সিরিয়ালের শুটিংয়ে। বিয়ের জন্মদিনে দুজনে দু’জনের জন্য পোস্ট করেন কিনা তা নিয়ে অপেক্ষায় ছিলেন সকলেই। তবে পোস্টে নীল কিছু লেখেননি। পোস্ট এসেছিল তৃণার তরফে। নীলের সঙ্গে এক মিষ্টি ছবি শেয়ার করে তখন তৃণা লিখেছিলেন “চল একসঙ্গে বৃদ্ধ হই’। যদিও এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত কমেন্ট বক্সে নীলের কোনও প্রত্যুত্তর মেলেনি। তবে চিন্তার কারণ নেই। ঘনিষ্ঠরা জানিয়েছেন যে ব্যস্ততার জন্যই তাঁদের এই দূরত্ব। সম্পর্ক এগচ্ছে ভাল ভাবেই।
কোথা থেকে শুরু হয়েছিল নীল ও তৃণার বিচ্ছেদের গুঞ্জন? গত ২১ জানুয়ারি ছিল তৃণার জন্মদিন। গত বছরেও স্ত্রীর জন্মদিনে নীল করেছিলেন এলাহি আয়োজন। তবে, এবার দেখা গিয়েছিল সম্পূর্ণ অন্য এক চিত্র। নিজের সিরিয়ালের সেটেই জন্মদিন পালন করতে দেখা গিয়েছিল তাঁকে। নীল ছিলেন না সেই আয়োজনে। এরপরেই গুঞ্জন ওঠে, তবে কি সম্পর্কে ভাঙন? যদিও অভিনেতা মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন, তৃণার শরীর খারাপের জন্যই বড় করে আয়োজন হয়নি। তবে ছোটখাটো সেলিব্রেশন হয়েছে। অন্যদিকে তৃণাও জানিয়েছিলেন, যা রটছে তা রটনা বইকি কিছুই নয়। তাঁদের এই আলাদা বিবাহবার্ষিকী কাটানো, দর্শকের মনে সংশয় আনে হাজারো প্রশ্নের। নীল-তৃণার বন্ধুর বিয়ে। সেই উপলক্ষেই সবাই একসঙ্গে ধরা দিলেন তাঁরা। আর নীল-তৃণাকে পুরনো ছন্দে দেখে, এক জন লিখেছেন, “উফ কত দিন পর নীল-তৃণার রিল দেখছি। তবে এই আবিরে মেতে উঠেছেন তাঁরা দুজনে ।