
নয়া সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের, ডিএলএড-এ স্বচ্ছতা বজায়
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের পরীক্ষার নিয়মে বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার থেকে ডিএলএড’এর পরীক্ষা নিজের কলেজে হবে না। অন্য কলেজ তথা পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে তাঁদের, এমনটাই জানা গিয়েছে। আগামী ২৮ নভেম্বর থেকে ডিএলএড পার্ট-২ পরীক্ষা শুরু হচ্ছে। নয়া নিয়ম কার্যকর করা হচ্ছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান।
ডিএলএড কলেজগুলির বিরুদ্ধে পরীক্ষা সংক্রান্ত বিভিন্নরকম অভিযোগ উঠে এসেছে। জানা গিয়েছে, ১২ ঘণ্টা আগে পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র পৌঁছে যেত, দেখে দেখে লিখতে দেওয়া হত, এই অভিযোগ উঠেছে।
পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, “ডিএলএড-এর পরীক্ষা নিয়ে একাধিক অভিযোগ পেয়েছি। সেকারণেই পরীক্ষায় হোম সেন্টার না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বদলে অন্য পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হবে।” প্রাথমিক শিক্ষা পর্ষদের অধীনে ৫৯৬টি বেসরকারি ও ৬০টি সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র তথা কলেজ রয়েছে, তথ্যের খবর। পর্ষদ সভাপতি বলেন, “পরীক্ষা পরীক্ষার মতো হবে। পরীক্ষাকেন্দ্রে অবজার্ভারের উপস্থিতিতে খোলা হবে প্রশ্নপত্রের প্যাকেট। সেখানে সেন্টার ইনচার্জ ও অবজার্ভার স্বাক্ষর করবেন। পরীক্ষার্থীরা পরীক্ষার ঘরেই প্রশ্নপত্র হাতে পাবেন।” জানা গিয়েছে, পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৫ হাজার।