তিস্তার পারে বিস্ফোরণ! হাড়পা বানের পর এবার নতুন বিপর্যয়ের মুখোমুখি সিকিম

Read Time:4 Minute

পায়েল মুখার্জী: 24Hrs Tv ওয়েব ডেস্ক: উত্তর সিকিমের লেক ফেটে বিপর্যয়। কয়েক মিনিটের বিপর্যয়ে কার্যত তছনছ হয়ে গিয়েছে সিকিম। তিস্তা জলের স্রোতে ভেসে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। এই ঘটনার পর তিন দিন কেটে গেলেও বিপর্যয়ে প্রভাব কাটিয়ে উঠতে এখনও বেশ খানিকটা সময় লাগবে এলাকাবাসির। এরই মাঝে বহু মানুষের খোঁজ চলছে তৎপরতার সঙ্গে। তিস্তার জলে এখনও ভেসে আসছে মৃতদেহ। সিকিমের হড়পা বানের তৃতীয় দিনে,মৃতের সংখ্যা বেড়ে প্রায় ২২-এ দাঁড়িয়েছে। জানা গিয়েছে, এর মধ্যে রয়েছেন সাতজন সেনাসদস্য। আরও জানা গিয়েছে যে মৃত ২২ জনের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৬ জন মহিলা। মুখ্যমন্ত্রী প্রেমসিংহ তামাং শুক্রবার বলেছেন যে একজন জওয়ানকে ইতিমধ্যে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকী জওয়ানদের জন্য সিকিম এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় খোঁজ চালানো হচ্ছে। নিহত সাত জন জওয়ানের মধ্যে মাত্র চারজনের পরিচয় এখনও পর্যন্ত জানতে পারা সম্ভব হয়েছে। মৃতদেহগুলি তিস্তা নদীর উপত্যকা, জলপাইগুড়ি কোচবিহার, শিলিগুড়ি বিভিন্ন অংশ থেকে উদ্ধার করা হয়েছে৷ ইতিমধ্যে এক অজ্ঞাত পরিচয়ের দেহও উদ্ধার করা হয়েছে। মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানের কারণে ১৫ সেনা সদস্যসহ মোট ১০৩ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিকিমের বন্যা-দুর্গত মানুষের ত্রাণ ও পুনর্বাসনে ৪৪.৮ কোটি টাকা ইতিমধ্যেই মঞ্জুর করেছেন। সিকিমের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি দলকে নির্দেশ দিয়েছেন তিনি।

সিকিমের বন্যায় সাত সেনাসহ অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত ১৫ জন ভারতীয় সেনা সদস্য নিখোঁজ রয়েছেন। এরই মধ্যেও উত্তর সিকিমে আটকে থাকা সাধারণ নাগরিক এবং পর্যটকদের দিকে তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। খাদ্য, চিকিৎসা সহায়তা এবং যোগাযোগ সুবিধা প্রদান করছেন তাঁরা। আবহাওয়ার উন্নতির সঙ্গে সঙ্গে সিকিমে আটকে পড়া পর্যটকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করা হবে বলেও জানানো হয়েছে। হড়পা বানে সেনা ছাউনি ও সেনাবাহিনীর একাধিক গাড়ি ভেসে গিয়েছে। এমনকী ভেে গিয়েছে প্রচুর অস্ত্র ও বিস্ফোরকও। একটি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে হড়পা বানের জেরে যে বিপুল বিস্ফোরক নদীতে ভেসে এসেছে এবং তা থেকেই একটি বিস্ফোরণ ঘটে। সম্প্রতি ময়নাগুড়িতে ভেসে আসা মর্টাল শেল ফেটে মৃত্যু হয়েছে এক শিশুর। আহত হয়েছেন বেশ কয়েকজন। ফলে, প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষকে এই অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক নিয়ে সতর্ক করা হয়েছে। এমন কিছু দেখলে যেন সবাই সতর্ক থাকেন ও প্রশাসনকে জানাবার বার্তাই দেওয়া হয়েছে সকলকে। অস্ত্র দেখলেও তাতে যেন কেউ হাত না দেয়, সে ব্যাপারেও সতর্ক করেছে সিকিমের রাজ্য রাজস্ব ও বিপর্যয় মোকাবিলা বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *