
এবার ‘বন্দে ভারত’বিতর্কে নয়া তথ্য রেলের !
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : বাংলায় নয়, বিহার থেকে পাথর ছোড়া হয়েছে । এমনটাই জানাল রেল । শাসকদল এই দাবিকে হাতিয়ার করে নেমেছে ময়দানে । রেলের তরফে থেকে সিসিটিভির ফুটেজে অভিযুক্তদের পাথর ছোড়ার দৃশ্য শনাক্ত করা হয়েছে । ‘বন্দে ভারত’-তে দ্বিতীয় দিনে পাথর ছোঁড়ার ঘটনার অর্থাৎ ৩ তারিখের ফুটেজ বিহারের কিষাণগঞ্জ এলাকায় বন্দে ভারত এক্সপ্রেস যাওয়ার সময় হামলা হয়েছে । যদিও প্রথম দিনের ঘটনার সিসিটিভি ফুটেজ স্পষ্ট নয় বলে জানা যাচ্ছে, যেহেতু ঘটনাটি রাতে ঘটেছে । আরও ভাল করে পরীক্ষার জন্য দুটো ফুটেজের নমুনা পাঠানো হয়েছে দিল্লিতে।
সূত্রের খবর, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী মন্তব্য করেন , “আমাদের যতদূর মনে হচ্ছে, যে পাথর ছোড়ার ঘটনাটি ঘটেছে, এটা বিহারে ঢোকার কিছুটা আগের এলাকা। যে বা যারা করে থাকুক, তাদেরকে ছাড়া হবে না। তদন্ত চলছে। জাতীয় সম্পত্তি নষ্ট করার যে চেষ্টা, সেটাকে প্রশ্রয় দেওয়া হবে না।”
অর্থাৎ বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তীর বক্তব্য অনুসারে বাংলা নয়, বিহারে হামলা হয়েছে। যদিও বাংলা-বিহার সীমান্তবর্তী এলাকা দিয়েই বন্দে ভারত এক্সপ্রেসের গতিপথ। বন্দে ভারত এক্সপ্রেসের ঘটনায় পাথর ছোড়ার ঘটনায় প্রথম থেকেই রাজ্য বিজেপি নেতৃত্ব শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছিল। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন । কারণ এই ট্রেন উদ্বোধনের দিনই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে জয় শ্রী রাম স্লোগান দিয়েছিলেন দর্শক আসনে থাকা একাংশ । সেই দিন তিনি মঞ্চেও ওঠেননি। বন্দে ভারতে পাথর ছোড়া ঘিরে নয়া তরজা শুরু হয়েছে ।