
নয়া নিয়ম আধারে! কেন্দ্রের নির্দেশিকা মেনেই আপডেট বাঞ্ছনীয়
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ কার্ড করা থাকলেও নতুন নিয়মে‘আপডেট’ বাঞ্ছনীয়। যে কয়েক বছর অন্তর সদ্যোজাত শিশু কিংবা নাবালকদের আধারের তথ্য ও বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হয় তা গত এক দশকে জেনে নিয়েছেন সকলেই। প্রাপ্তবয়স্কদেরও যে আধার তথ্য আপডেট করতে হয় তা কিন্তু এতদিন নিয়মে ছিল না। কেন্দ্রের নিয়মে এবার থেকে সেটাই বাধ্যতামূলক।
প্রতিটি মানুষের আধারের তথ্য এবং সংশ্লিষ্ট নথি পেশ করে আপডেট করতে হবে। তথ্যের সত্যতা ও ধারাবাহিকতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। প্রতি দশ বছরে একবার অন্তত ব্যক্তিগত পরিচয়ের প্রামাণ্য নথি এবং বাসস্থানের নথি জমা করে সেন্ট্রাল আইডেন্টিটিজ ডেটা রিপোজিটরি বা সিআইডিআর-এর কাছে নিজের অস্তিত্ব প্রমাণ করতে হবে, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন মন্ত্রকের তরফে জানা গিয়েছে। যাদের আধার কার্ড দশ বা তার বেশি সময় আগে ইস্যু করা হয়েছে তাঁদের আধারের ঠিকানা ও অন্যান্য নথির প্রমাণ দাখিল করার জন্য।
এর জন্য ইউআইডিএআই-এর পোর্টালে ‘আপডেট ডকুমেন্ট’নামে নতুন একটি ট্যাব যোগ করা হয়েছে। যেখানে নথি হিসেবে নাম ও ছবি-সহ আপলোড করে এই কাজ সম্পূর্ণ করা যাবে। পিটিআই সূত্রে জানা গিয়েছে, বুধবার কেন্দ্রের তরফে বিধি পরিবর্তন করে দশবছর অন্তর আধার তথ্য নতুন করে দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করেছে।