নয়া নিয়ম! একাকী মহিলার বিশেষ আসন দূরপাল্লার ট্রেনে

Read Time:1 Minute

24Hrs Tv,ওয়েব ডেস্কঃ নয়া নিয়ম চালু হচ্ছে দূরপাল্লার ট্রেনে একা কোনও মহিলা যাত্রী থাকলে তাঁর জন্য কোচে আলাদা জায়গার ব‌্যবস্থা করবে ভারতীয় রেল। গত শনিবার হাওড়া স্টেশনে যাত্রী পরিষেবার একাধিক ব‌্যবস্থা পর্যবেক্ষণ করে রেল দফতরের রাষ্ট্রমন্ত্রী দর্শনা জারদোশ এই পরিকল্পনার কথা জানান।
যে সকল মহিলা দূরপাল্লার ট্রেনে যাত্রা করেন, তাঁদের সমস‌্যার কথা দর্শনা জারদোশকে জানান মহিলা বাহিনীর সদস‌্যরা।এদিন হাওড়া স্টেশনে মহিলা আরপিএফ বাহিনির ‘মেরি সহেলি’র সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। মহিলারা বিরক্ত হয়ে ‘মেরি সহেলি’র নম্বরে ফোন করে নানা অভিযোগ করেন। রেল রাষ্ট্রমন্ত্রী বলেন, “এককভাবে ট্রেনে যাত্রা করা মহিলাদের সকলকে কোচের নির্দিষ্ট একটা জায়গায় যাতে সিট দেওয়া হয়, সেই ব‌্যবস্থা এবার দূরপাল্লার করা হবে রেলে। আর সংরক্ষিত ব‌্যবস্থার সিস্টেমে তা কার্যকর করা হবে।”
এদিন প্রথম যেখান থেকে হাওড়া স্টেশনে ট্রেন চলেছিল সেই স্থান ঘুরে দেখেন মন্ত্রী। রাষ্ট্রমন্ত্রী পুরোটা ঘুরে দেখেন এবং তাঁর সঙ্গে ছিলেন জিএম অর্চনা যোশী ও এজিএম জয়দীপ গুপ্তা, ডিআরএম এসপি সিনহা, মণীশ জৈনের মতো ব্যক্তিত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *