রাতভর বোমাবাজি, উদ্ধার তাজা বোমা, চাঞ্চল্য এলাকায়

Read Time:2 Minute

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ গত সোমবার গভীর রাতে গড়িয়ার নবপল্লী এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। এলাকার বাসিন্দারা আতঙ্কিত। মঙ্গলবার সকালে উদ্ধার হয়েছে ৩ টি তাজা বোমা। যা আতঙ্ক এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।
আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক অশান্তির খবর প্রকাশ্যে আসছে। ঘটনাটি ঘটেছে গড়িয়া স্টেশন সংলগ্ন ঢালুয়া নবপল্লী এলাকায়। সেখানকার বাসিন্দারা বিকট শব্দ পান। প্রথমে তাঁরা বিষয়টা অবগত পারেননি। ফুটবল বিশ্বকাপের ফলাফলের জন্য বাজি ফাটানো হচ্ছে। বিষয়টা স্পষ্ট হয় মঙ্গলবার সকালে। নরেন্দ্রপুর থানায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে বোমাগুলি। স্থানীয়রা পুলিশকে সামনে পেয়ে অভাব অভিযোগ তুলে ধরেন। তাঁরা জানান, গড়িয়া এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডব লেগেই থাকে। কিছুদিন আগেও দুষ্কৃতীদের বিরুদ্ধে খেয়াদার শান্তিপার্ক এলাকায় শিশুদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছিল। অবিলম্বে কড়া পদক্ষেপের দাবি জানান।
উল্লেখ্য, বাসুদেবপুর থানার কাউগাছি এলাকায় দিন কয়েক আগে উত্তর ২৪ পরগনার একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার হয়। ওইদিনই ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে মোমিন পাড়া শীতলা মন্দির এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে বক্স বাজানোকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। বোমার আঘাতে তিন থেকে চারজন আহত হন, সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *